![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
যতোই করি কেন্দ্রীভূত ততোই ছুটে যায় -
বুঝিনা যে মনটা আমার কি জানি কি চায়,
লাগাম ছাড়া ঘোড়ার মতো কেন এমন ধায় ।
কোথায় যাবো সাত সাগর না তের নদী খাল ?
কোথায় আমার শিমুল-পলাশ-কৃষ্ণচূড়ার ডাল ,
মনের মতো রাগ-রাগিণী গানের মধুর তাল ।
প্রভাত রবির কিরণ মাখা রঙিন প্রজাপতি
যেমন করে পালিয়ে বেড়ায় রোধে না গতি
তেমন করেই মনটা এখন শুধুই ছুটে যায় ,
জানিনা যে মনটা আমার কি জানি গো চায় ।
যতোই বলি মনরে তুই হস নে মাতাল
সে যে বাঁধন ছিরে বেড়ায় ঘুরে আকাশ ও পাতাল !!
©somewhere in net ltd.