![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
আমার কণ্ঠ রুদ্ধ , কর্ণ অশুদ্ধ ,অশ্লীল বাক্যালাপে
সংসদ যেন ডুবছে এখন নোংরামি আর পাপে !
কাদের তুমি নেতা মানো , এরাই কি সেই নেতা ?
টিকিট নিয়ে , সিটে গিয়ে , হেট কোরে দেয় মাথা -
কেউবা আবার খিস্তি শুনেই টেবিলে বাজায় তালি
ইচ্ছে করে ওদের মুখে লাগাই চুন আর কালি ।
ভবিষ্যতের প্রজন্মকে এই কি তাদের দান !
নষ্টামিতে ডুবে থেকেও যায়না কি তার মান ?
হায় অভাগা জাতি তোমার কবে হবে জ্ঞান
ওদের জন্য ভোট যুদ্ধে দিচ্ছ আবার প্রান !!
২০-০৬-২০১৩
©somewhere in net ltd.