![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
টান বাজারের নারী যদি
উঠে আসেন সংসদে -
মিডিয়া তো তুলবেই ঝড়
নানান রঙের সংবাদে !
নারী নামের কলঙ্করা
আসলে সেজে গুঁজে ,
তাদের দেখে ভদ্ররা সব
থাকেন চক্ষু বুজে ।
ওদের সাথে পাল্লা দিবে
কার আছে সে সাধ্য ?
নষ্টামি আর নষ্ট কথা
বলতে ওরা বাধ্য ।
এই টাই তো শিক্ষা ওদের
টান বাজারে থেকে ,
কেমন করে যাবে ওরা
ভালো পথের খোঁজে ?
গান্দা করাই ধান্দা যাদের
হয়না তাদের লাজ ,
শাড়ীর ভাঁজে ভ্রমর খোঁজে
ওটাই ওদের কাজ !!
©somewhere in net ltd.