![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
আমার বেদনা যদি তোমাকে কাঁদায় ,
তবে আর ক্যানও বল সেই বেদনা
তুমি কেদনা আর কেদনা !
সুধু আলেয়া ই পেয়েছি -
পাইনি আলো- কেউ বাসেনি ভালো
অতীতের কথা আর মনে রেখনা !
আমি বুঝিনি আজো -
কোনটা প্রণয় -আর কি অভিনয় ?
এই দুটি এক সাথে গায়ে মেখো না
তুমি কেদনা আর কেদনা !!
©somewhere in net ltd.