![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
নদ নদী নন্দিতা হিমালয় দুহিতা এই বদ্বীপ
এখানে আধারে জ্বলে জোনাকি প্রদীপ ।
সুনীল আকাশে ওড়ে শ্বেত বালি হাঁস
পায়ের নিচেই আছে সোনা মাখা ঘাস ।
বাবুই পাখীর বাসা দোলানো হাওয়া
এক ই তারের সুরে বাউল গাওয়া ।
আছে প্রভাতের সোনা রোদে তৃপ্ত হওয়া
মুঠোয় মুঠোয় প্রিয় স্বপ্ন ছোঁয়া ।
সবুজ গহনা পরা মাটি এখানে
নদী ও নারীর কথা শোনায় গানে ।
হাজার তারের বীনা বাঁজায় প্রানে
সুর তাল লয় তাই হৃদয় টানে।
প্রকৃতি এখানে যেনও বঁধুয়ার টিপ
সেতো আমাদের এই বদ্বীপ ।। —
©somewhere in net ltd.