![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
বন্যা তে যার ঘর বসতি
বন্যায় ভাসা গ্রাম-
তবু ও দেখো সে যুদ্ধে নেমেছে
বাঁচাতে অন্য প্রান ।
পুত পবিত্র আমাদের প্রিয়
এই দেশ এই মাটি-
খরার আগুনে জ্বলে পুড়ে হয়
সোনার চেয়েও খাঁটি ।
হাজার নদীর বেনী বাঁধা এই
শহর নগর গ্রাম-
সংগ্রাম আর লড়াই এখানে
জীবনের আরেক নাম ।
ঝর-তুফান আর খরা- বন্যার
নেইকো এখানে ঠাই-
বাংলাদেশে মানুষ বড়ই
যোদ্ধা জাতি রে ভাই ।।
(ভঁয় পেওনা ভোলাবাসী এবার ও তোমাদেরই জয় হবে ) — feeling hopeful.
©somewhere in net ltd.