নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

মেয়ে...

২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৫

ও মেয়ে তুই ক্যামন করে পাতলি এমন ফাঁদ

তোর পাতা ঐ ফাঁদে জীবন হচ্ছে যে বরবাদ !

তোর অমন রূপের আলোক ছটায় , মৌমাছি সব ধুলোয় লূটায় !

ক্যামন করে বুনলি তোর ঐ মায়াবিনী জাল- ?

কতো ভ্রমর জড়িয়ে আছে ভুলে আপন তাল ।

রূপ দেখে তোর মনের কথা বুঝবে তারা ক্যামন করে

কতো ব্যাথা বুকের মাঝে জড়িয়ে আছে এই যে তোরে -

যতোই কাঁদিস জীবন ভরে , গভীর রাতে চুপটি করে

তোর জ্বালা কেউ বুঝবে নারে , ভাবিস কেনও আর ?

যতই আসুক দুঃখ রে তোর জীবনে বারবার !

সবাই ছোটে রূপের পিছে , তোর পেছনে নয় -

কেন তবে বাহানা তোর কেনই বা তোর ভয় ?

ক্যানও কাঁদিস মিছিমিছি , দুঃখ কি তোর বল -

চলছিলি তো ভালো ভাবেই বিলিয়ে খুশির ঢল ।

ও মেয়ে তুই এমন ক্যানও একটু আমায় বল -

আর কতো দিন সুখে থাকার করবি এমন ছল ।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর হয়েছে অনেক।ভাল লাগা রইল।

২| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৪

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: অনেক ধন্যবাদ আপনার ভালোলাগা আমার প্রেরণা ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.