নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

আশা ...

৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

বারবারই তুমি জিতবে জীবনে-ক্যামন করে তা হয় !

জীবন যুদ্ধের এই খেলাতে-হারবো আমি যে নয় ।

অনেক পরেছি হার মানা হার -কষ্টে সয়েছি যা দিয়েছ ভার ,

এই বার আর নয়-যুদ্ধে আমাকে জিততেই হবে ভাগ্যে যাই বা হয় ।

তোমার উপর নেই কো আমার আর কোন অভিমান,

এবার আমি খুঁজবো আমার সুখের সে অভিধান ।

দুঃখ সয়েছি জীবনে অনেক- কম ই পেয়েছি সুখ,

হাসি মুখে তা মেনেও নিয়েছি -আশায় বেঁধেছি বুক ।

এবার হিসেব মেলানোর পালা-সাহস থাকে তো বলো ?

তা যদি না হয় এখন থেকে-আমার কথায় ই চলো ।

একটাই হয় জীবনে যে প্রেম-এক জন ই ভালোবাসা,

সে কথা ভেবেই গুনেছি যে দিন-বুকেও বেঁধেছি বাসা।

একটুও ছাড় দাওনি গো তুমি-আমার ভালোবাসায়,

তবে ক্যানও আজ বলছ মিছেই-রয়েছ অন্য আশায় !

কতো নিশি ভোর হয়েছে জীবনে-তোমার কথাই ভেবে,

টেলিপ্যাথি কাজ করেনি তোমার-মনের মধ্যে থকে।

দাওনি তো ডাক কখনো আমায়- হৃদয় ছুঁয়ে যেতে,

এবার বুঝবে হেলায় হারালে-জীবনে যা কিছু পেতে !!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: জীবন যুদ্ধের এই খেলাতে-হাড়বো আমি যে নয় ।
অনেক পরেছি হাড় মানা হার -কষ্টে সয়েছি যা দিয়েছ ভার ,

হাড়বো>হারবো, হাড় মান হার > হার মান হার। টাইপো ঠিক করে দিয়েন। কবিতায় প্রথম ভাললাগা। সুন্দর হয়েছে। :)

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ৮:০৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: "জীবন যুদ্ধের এই খেলাতে-হাড়বো আমি যে নয় ।
অনেক পরেছি হাড় মানা হার -কষ্টে সয়েছি যা দিয়েছ ভার ,"
হাড়বো না গো বইন "হারবো", ঠিক সেইরকম হাড় মানা না, "হার মানা" হার এই বানানটি হেরে যাওয়া বা গলার হার উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে।
ছন্দবদ্ধ কবিতা দারুণ লাগলো!!!

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: স্বাগতম আমার ছন্দের ভুবনে ...
আপনাদের সব ধরনের পরামর্শ এ
আমার ভুল গুলো শুধরে যাবে
এই প্রত্যাশায় রইলাম ... ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.