নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

কষ্ট ...।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

কষ্ট নিয়ে অনেক কথাই বলে অনেকে

বুঝোনা কি কষ্ট গুলো কোত্থেকে আসে ?

কষ্ট শুধুই অনুভূতি মস্তিষ্কে যার বাসা -

দেহের সকল ইন্দ্রিয় তে করে যাওয়া আসা ।

হৃদয় বলো বা - মন ই বলো কষ্ট তাতে নেই ,

তোমার সকল অনুভূতির রাজা শুধু সে ই ।

মস্তিষ্কের ভাষা যদি বুঝতে তুমি পারো -

কষ্ট - দুঃখ উড়ে যাবে- শান্তি পাবে আরো !

কষ্ট নিয়ে কষ্ট করে ভাবার কিছুই নেই ,

যেমন আসে তেমনি যায় সময় বুঝে সে ই ।

সুখ টা বরং জটিল ব্যাপার , ক্যামন যেন ফিকে -

লাগাম ছেঁড়া ঘোড়ার মতো ছোটে চারিদিকে !

সুখের লাগাম ধরবে ভেবে যদি ছুট পিছে ,

এই জীবনে সুখ পাবেনা ঘুরবে শুধুই মিছে ।

অনুভূতির এমন খেলা সারা জীবন চলে ,

কেউবা আবার এর মাঝে ও নিজে সুখী বলে !

এই দুনিয়ায় সুখের থেকে দুঃখ অনেক বেশী -

যতই তুমি করো বড়াই ফুলিয়ে বুকের পেশী ।

মস্তিষ্কের ভাষা যদি সত্যি বোঝা যেতো -

তবেই কেবল সব মানুষই সত্যি সুখী হতো !

যেমন প্যাঁচের মস্তিষ্ক , তেমন প্যাঁচের মানুষ -

দুঃখ নিয়ে জীবন কাটায় - সুখ টা শুধুই ফানুশ ।। —

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৬

নাসরীন খান বলেছেন: চমৎকার লিখেছেন।শুভকামনা রইল।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৩

নেক্সাস বলেছেন: কবিতায় ভাল লাগা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.