নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

কেন এই বেহায়া পনা ...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

গত ফেব্রুয়ারী মাস মানে গণ জাগরণ তৈরি হওয়ার পর থেকেই ফেসবুকে এবং ব্লগে কিছু আদম দের পদচারনা এমন পর্যায় পৌঁছে গেছে যে , তারা এখন নিজেদের সেলিব্রেটি সাজানোর নেশায় ব্যাস্ত হয়ে পড়েছে , কিন্তু একটু খোঁজ নিলেই দেখা যায় তাদের বেশির ভাগ ই "তলা বিহীন ঝুড়ি" আদতে দেওয়ার মত কোন পরিচয় নেই তবু এমন সব কমেন্ট আর স্ট্যাটাস লিখে যা দেখলেই এক জন বিবেকবান মানুষ তাদের অবস্থা বুঝতে পারে, তার চেয়েও বড় কথা হল নিজেকে সেলিব্রেটি ভাবার আগে নিজের আচার - আচরণ , চলা ও বলায় সংযত হওয়া শিখতে হবে , কারণ দুর্ভাগ্য জনক হলেও যে কোন সুবাদে তার যে কয়জন অনুসারি বা বন্ধু জুটিয়েছে তাদের কথাও মাথায় রাখতে হবে , অনিচ্ছাকৃত কোন ভুল হয়ে গেলে তার জন্য ক্ষমা চাওয়া ইত্যাদি ...। তবে হ্যা কিছু কম বয়সই ছেলে/মেয়েরা অনেক সময় অতি আবেগ অথবা জেদের বশে কখনো কখনো কিছু বাজে ভাষার ব্যাবহার করে ফেলে , সে ক্ষেত্রে তাদের বয়স কম বলে একটু তাদের বুঝিয়ে বললেই তারা ঠিক হয়ে যায়, আসলে ফেসবুকে বা ব্লগে দুষ্টুমি করার ও একটা লিমিট থাকা উচিত ,কারন এখানে অনেকের পরিবারের অন্য সদস্য ও থাকতে পারে , কিন্তু কে শুনে কার কথা ফেসবুকে/ব্লগে ঐ ধরনের যত আদম পয়দা হয়েছে তারা তো নয় ই । আরও অবাক লাগে যখন দেখি ত্রিশঊর্ধ্ব মানুষ গুলো অবলীলায় তাদের বেহুদাপনা / বেহায়াপনা করতেই থাকে । হায়রে মানুষ কেন বুঝিনা আমাদের জন্ম হয়েছে ভালো কিছু করা ,বলার জন্য ঐ ধরণের নোংরামির জন্য নয় । আর বাজে কথা বলে লাইক বা কমেন্ট দৃশ্যত পেলেও তাদের পরিবেশ , পরিবার এবং জন্ম নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় , তবে কেনও এই আচরণ ?? আমরা কেনও আমাদের এই ভুল গুলোর দিকে নজর দেইনা ??? কেনও ক্ষমা চাইনা ?? কেন ফেসবুক বা ব্লগে এ নিজে নিজে সেলিব্রেটি সাজার ভান করি ??? — feeling very very annoyed.

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৩

খেয়া ঘাট বলেছেন: আসলে ফেসবুকে বা ব্লগে দুষ্টুমি করার ও একটা লিমিট থাকা উচিত ,কারন এখানে অনেকের পরিবারের অন্য সদস্য ও থাকতে পারে , কিন্তু কে শুনে কার কথা- যথার্থই বলেছেন।

প্রেম বলো আর ভালোবাসা,
ভক্তি কিংবা শ্রদ্ধা ,
এমনকি সর্বনাশের দ্বারও তুমি খুলতে পারো মুখের কথা দিয়েই ,
শুধু মুখের কথা দিয়েই।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৭

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: থ্যাংকস খেয়া ঘাট ...। ভালো থাকুন ।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩২

প্রীতম ব্লগ বলেছেন: আপু আমার ব্লগে আপনি পদধূলি দিলে নিজেকে কৃতার্থ মনে করবো। ভালো থাকুন , পারলৌকিক মু্ক্তির কিরণরেখা আপনার ললাটদেশ স্পর্শ করুক।

Click This Link

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

নাসরীন খান বলেছেন: হমত রইল।তবে জন্ম নিয়ে প্রশ্ন তোলাটা কেমন হয়ে গেল না?ভাল থাকবেন।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

আমিনুর রহমান বলেছেন:



আমরা আসলে ভুলে যাই কি-বোর্ড এর পিছনের ব্যাক্তিটা একজন মানুষ। ভুলে যাই এসব নোংরামী দেখলে অন্যরা আমাকে তো অবশ্যই আমার পরিবার, আমার বাবা-মা সম্পর্কেও একটা নেগেটিভ ধারনা করছে।

সুন্দর লিখেছেন তবে এত কিছুর পরও বলবো কারো জন্য কারো জন্ম নিয়ে তোলাটা ঠিক নয়। ভালো থাকবেন।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: নাসূেবষ্ট দয়া করে ভুল অর্থে নিবেন না , আমি জন্ম নিয়ে প্রশ্ন পারিবারিক শিক্ষার জন্ম অর্থে বুঝিয়েছি ...
আমিনুর রহমান ... ধন্যবাদ আপনাকে । আশাকরি আর কোন কনফিউশন নেই ।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

প্রীতম ব্লগ বলেছেন: অনেক তথ্য-উপাত্ত সংগ্রহ করে একটি পোষ্ট দিয়েছি। একটু সময় করে দেখবেন প্লীজ। View this link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.