![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
সুখটাকে যদি আটকে ও রাখো - সিন্দুকেতে ভড়ে ,
তবুও দেখবে যাবে সে পালিয়ে - আলোকবর্ষ দূরে ।
যে ভাবেই ডাকো ইনিয়ে বিনিয়ে - যতো করো বাহানা ,
তোমার প্রেমের ভাষা গুলো সব - আছে তার ভালো জানা ।
গ্রহে সুধু নয় গ্রহান্তরে ও - আজ তার বিচরণ ,
কেন সে সুধুই সইবে তোমার - এমন আচরণ !
কতোটুকু তুমি দিয়েছিলে প্রেম - নিয়েছিলে কতখানি ?
কতো রাত তুমি জেগে কাটিয়েছো - ঝড়িয়ে চোখের পানি ?
রামধনু থেকে নীল রং এনে - কখনো দিয়েছো তাঁকে ?
খুঁজেছো কখনো আপন করে - তোমার মনের বাঁকে ।
তুচ্ছ ছলে বছর কেটেছে - পেড়িয়েছে কতো রাত ,
কোথায় ছিলে তখন তুমি - দাওনি তো সাথে সাথ !
অনুভুতি সে যে হারিয়ে ফেলেছে - অচেনা গহীন বনে ,
যখনি তুমি ফেলে গেছো তাঁকে - একাকি ঘরের কোণে ।
আজ যদি তুমি নতুন করে - কাছে পেতে চাও তাঁকে,
কেন দেবে সারা কেনই বা আর - ফিরবে তোমার ডাকে !!
২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: ভালো থাকুন সব সময় , আর এভাবেই পাশে থাকুন , ধন্যবাদ ...
৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫১
টুম্পা মনি বলেছেন: অনেক ভালো লাগল। রাতের নির্জনতায় এমন কবিতাই খুঁজি পড়ার জন্য। শুভকামনা আপু।
৪| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন:
অনেক ধন্যবাদ টুম্পা মনি । চেষ্টা করবো আপনার ইচ্ছা পূরণ করার ...।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর অনেক সুন্দর