নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

"জয়ধ্বনি ধরো "

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২১

ঝাপসা আলোয় হটাত দেখি - একটি দৃঢ় মুখ

সে মুখের ই চাওয়া ছিল - বাংলাদেশের সুখ ।

যে মানুষ টি দেশের শান্তি - চেয়েছে অবিরত,

ভেবে দেখো তোমরা তাঁকে - কষ্ট দিলে কতো !

তোমার জন্য আমার জন্য -এনে দিলো দেশ,

ক্যামন করে করছ তুমি - সে দেশটাকে শেষ ।

হরতালের ই মিছিল নিয়ে- ছোটাও তরুন প্রান,

ককটেল আর বোমা মেরে- নেও তাদেরই জান ।

কখনো কি তোমার ছেলে- সে মিছিলে আসে ?

রঙ্গিন নেশার ঘোরে নাকি- দুষ্ট হাসি হাসে !

মনে রেখো দেশ টা কারো -বাপের জমি নয়,

মানুষ মেরে ভেব না কো- পেয়ে যাবে জয় ।

দেশের মানুষ কষ্ট করে - তুমি করোনা

রানীর মতো সেজে থাকো- গদি ছারোনা

সত্যিকারের মানুষ হলে- দেশকে ভালোবাসো

ধ্বংসলীলা ছেড়ে এবার - দেশ গড়াতে আসো

অনেক হল বয়স তোমার - এবার ওসব ছারো

মুজিবের এই সোনার বাংলার - জয়ধ্বনি ধরো ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ ভাল লাগল।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৯

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: ধন্যবাদ আপনাকে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.