![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
গ্রীষ্ম হলো ফলের ঋতু- মানছি আজো তাই,
এই শহরের বাজার গুলোয়-প্রমান যখন পাই।
বর্ষা কালে আগের মতো-বৃষ্টি কোথায় পরে ?
কালবৈশাখীর নাম করে সে -যায় আগেই ঝোরে !
শরত এলে কাশের বনে- ফুল যদিও ফোটে,
ব্যাস্ত মানুষ দেখতে হলে- কোথায় যাবে ছুটে ?
হেমন্তের ই শিশির ভেজা-শিউলি ফুলের ঘ্রান,
কতোই মধুর সুবাস যে তার-যায় জুড়িয়ে প্রান ।
শীতের ভোরে রসের পিঠা- কাঁচা খেজুর রস,
কে কি খাবি মুখ ধুয়ে সব- আয় টেবিলে বস !
মায়ের গলার মিষ্টি সে ডাক-পাইনা কতো দিন ,
মাগো তোমার আমার কাছে- আছে অনেক ঋণ ।
বসন্ত আজ চারুকলার- উৎসবের এক নাম,
ইট পাথরের এ শহরে- নেই কোন যার দাম !
ষড়ঋতু আগেও ছিল -এই শহরের মাঝে,
এখন সে সব পাল্টে গেছে- হচ্ছে সবই বাজে।
সারা দেশের মানুষ যখন- এই শহরে এলো ,
ষড়ঋতু ক্যামন করে- পালিয়ে চলে গেলো ।।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল একটা কবিতা