![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
হৃদয়ের যতো ক্ষত - ঢেকে রাখো অবিরত ,
কি করে বোঝাবে কারে - ডুবে আছো সে কি ভারে !
যায় ভেঙ্গে যাক বুক - তবুও খুলোনা মুখ !
কি হবে ভেবনা আর - নাও কেন এতো ভার ?
যেভাবে চলুক দেশ - তাঁরা তো রয়েছে বেশ !
বিবেক কে বলে দাও -বহুদূরে চলে যাও,
তোমার কি দায় এতো -খুঁজো কেন ক্ষুত যতো ?
চুপ করে থাকো তুমি - চোখ রাখো বন্ধ -
মনে মনে ভাবো তুমি - বোবা কালা অন্ধ !!
©somewhere in net ltd.