![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
কন্যা হয়ে জন্ম নিলে - দুঃখ যে একটাই !
সব ভাইদের বাড়ি আছে - তার বাড়ি টা নাই ।
বিয়ের আগে বাপের বাড়ি - বিয়ের পরে শ্বশুর ,
সেই বাড়ির ও মালিক আবার - ননদ দেবর ভাসুর।
যে ঘরেতে থাকবে সে যে - তার মালিক ও স্বামী,
নিপুণ ভাবে সাজাবে সে - পালঙ্ক টা যে দামী !
তোমার ঘড়ে তোমার মেয়ে - রাজ কন্যাই রয় ,
শ্বশুর ঘড়ে সে কন্যাকেই - দাসী হতেও হয় ।
লেখাপড়া যতোই করাও - একটা সময় পরে ,
সে মেয়েকে বিদায় করো - নানটু ঘটক ধরে ।
তা না হলে আই বুড়ো যে - বলবে তোমার মেয়েকে ,
বাবা হয়ে ক্যামন করে - শুনবে চুপটি থেকে ?
তার চেয়ে ভালো বিদায় করো - তোমার ভেজালটাকে !
পরের হাতে দাও তুলে দাও- কপালে যা থাকে ।
বিয়ের পরে ঠেলুক হাড়ি - লেখা পড়া শেষ ,
বাপের বাড়ি ওটা যে নয় - বুঝুক ভালো বেশ !
রাঁধুক এবার হাত পুড়িয়ে - বলুক শ্বশুর হেসে ,
বেয়াই সাহেব দারুন রান্না - খেলাম অবশেষে ।
মেয়ে আপনার খুবই ভালো - মধুর ব্যাবহার ,
এই বউএর বাবা হলেন - ভাগ্যই আপনার !
হর হামেশা মরুক খেটে - কি আসে যায় তাতে ?
দেবর ভাসুর ননদ জামাই - খাওয়াক রেঁধে হাতে ।
তা না হলে বলবে লোকে - অকম্মার এক ধারী ,
আদব কায়দা শিখেনি তো - আস্ত বদের হাড়ি ।
বাবা হয়ে এমন কথা - মানবে ক্যামন করে ?
তারাতারি বিদায় করো - জামাই পেলে ধরে ।
পাত্র এখন যেমনই হোক - কি আসে যায় তাঁতে !
ছেলেরা তো সোনার আংটি - থাক তবু ও হাতে ।
মেয়ে শিশুকে জন্ম দিয়ে - অনেক যত্ন করে ,
কতোটা কাল খাওয়াবে আর -বসিয়ে রেখে ঘড়ে ?
লেখাপড়া ও শিখিয়েছ - দায়িত্ব তোমার শেষ !
দাও ঠেলে দাও পরের ঘড়ে - থাকো সুখে বেশ ।
মেয়ের আবার কিসের বাড়ী - স্বামীর ঘরেই থাকো ,
এটাই অনেক ভাগ্য তোমার - ফালতু কথা রাখো ।। —
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: ধন্যবাদ ...
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
বেকার সব ০০৭ বলেছেন: চমৎকার হয়েছে আপনার লেখা, পোস্টে++++++++++++++++++++++++++++