নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

" বাংলা "

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

অন্যায় আর সইবো কতো -এই ধরাতে এসে ,

আমরা কিগো দোষ করেছি -বাংলা ভালোবেসে ?

মঘের মুলুক বানাতে চায় - শত্রু সেনার দল ,

কোথায় আছিস মুক্তি সেনা - চল এগিয়ে চল ।

ভাংরে ওদের বিষ দাঁত আর - উপ্রে ফেল ঘাটি ,

তবেই হবে বাংলা মায়ের - পবিত্র এই মাটি ।

চাইনা পরের দখল দারী - কোন চাটুকার ,

বাংলা আমার রক্তে কেনা - বুঝবি কি তুই তার ?

কোথায় থাকে মানবতা - পোড়ায় যখন মানুষ

বলিসনি তো একটি বার ও - আছে কি তোর সে হুস ?

মদ নারী আর ডলার পেয়ে - চলে এলি হেথায় !

এক নিমিষে হুমড়ি খেলি - ধান্দা পেলি যেথায় ।

রাজাকারের পক্ষ নিয়ে - যতোই খেলিস খেলা ,

কোন ছলেতে কাটাবি বল - আর বেশি নেই বেলা।

যতোই দেখাস তাবেদারী - আমরা মানবো না ,

প্রান দিতে হয় আরও দেবো -তোদের ছাড়বো না ।

আমার মায়ের এই বাংলায় - ঠাই পাবি না আর ,

থাকতে সময় পালিয়ে হলেও - এই বাংলা ছাড় ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.