![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
অনেক জুলুম দেখছি তোদের - আর বারিস না বাড়
আমরা এবার তৈরি আছি - মটকে দিতে ঘাড় ।
দেখলি না কাল - ক্যামন করে ,
ঝুলিয়ে দিল - তোর বাপেরে !
এর পরেও ভাবিস কেন - আরও পাবি ছাড় ?
আম জনতা হাল ধরেছে - রুখতে অত্যাচার ।
ধর্ম নিয়ে খেলিস কেন - নোংরা এমন খেলা ,
আলাহু নাম ডেকে বসাস - খুনখারাপির মেলা !
মোহর মারা কানে তোদের - তাইতো শুনিস না ,
হাব্রা মন্তর কোরআন পড়িস - অর্থ বুঝিস না ।
মুখে বলিস আল্লাহ্ মানিস - আসলে সব ভণ্ড ,
তাই তো ভয়ে কাপিস না তুই -হৃদয় যে পাষণ্ড ।
কোন কিতাবে লিখা আছে - মানুষ মারা জায়েজ ?
কে তোদের এ শিক্ষা দিলো - কোন সে অধম হাফেজ ?
ধর্ম তে সব আছে বলা - মানুষ হত্যা পাপ ,
ভালো কথা মানবি কেন - রাজাকার যে বাপ !
এ দেশে আর চলবে তোর - বাপদের অত্যাচার ,
জয় বাংলা বলে তোদের - ঝুলিয়ে দিবে ঘাড় ।
বলছি আবার ভালো করে - এদেশ তোদের না ,
পাকিস্তানি দালাল তোরা - পাকিস্তানেই যা ।।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: ধন্যবাদ @ রাফা ...
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
রাফা বলেছেন: কোন কুলাঙ্গারের জন্য বাংলার মাটি নয়।
রাজাকার আর তাদের পৃস্ঠপোষকদের এই দেশে থাকার কোন অধিকার নেই।
জয় বাংলা~~