নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

"সুশাসন"

১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৩৪

বদলে যাচ্ছে রাজনীতি তাই - বদলে যাচ্ছে মানুষ ,

খুলছে সবার বুদ্ধি বিবেক- পাচ্ছে ফিরে সে হুঁশ !

বাড়বে যতো সুবিচার আর - বাড়বে সুশাসন ,

সন্ত্রাসীরা পালিয়ে যাবে - গুটিয়ে তাদের আসন ।

এখন যারা সুশীল সেজে - টকশো গুলোয় আসে ,

দেশের এমন বদল দেখে - মুখ বেঁকিয়ে হাসে !

সময় বুঝে বদলে ফেলে - ওদের কথার ধরন ,

ঐ গুলা সব বেহুদার দল - নেই কোন লাজ সরম ।

জেগেছে আজ তরুন সমাজ - সাথে বয়োবৃদ্ধ ,

ভয় করিনা যুদ্ধে যেতেও - দেশ করতে সুদ্ধ ।

হটিয়ে দেবো আছে যতো - পাকিস্তানি দালাল ,

ঘুচিয়ে দিবো দম্ভ তোদের - জ্বালিয়ে আলোর মশাল ।

আমার সোনার বাংলা গেয়ে - করতে বিশ্ব জয় ,

মনে রাখিস তরুণরা আজ - পায়না কোন ভয় !

সেই দিন আর দূরে তো নয় - আসবে সুশাসন ,

এ দেশে আর মানবে না কেউ - তোদের পুনর্বাসন ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৩০

গোলক ধাঁধা বলেছেন: বদলে গেছে রাজনীতি তাই - বদলে গেছে মানুষ ,
কৈ যে সবার বুদ্ধি বিবেক- আর কোথায় তাদের হুঁশ !
তাই বাড়ছে যতো অনাচার অবিচার আর - বাড়ছে কুশাসন ,
সন্ত্রাসীরা বাড়ছে তত - জুটিয়ে তাদের আসন ।
এখন যারা সুশীল সেজে - টকশো গুলোয় আসে ,
দেশের এমন বদল দেখে - মুখ বেঁকিয়ে হাসে !
সময় বুঝে বদলে ফেলে - ওদের কথার ধরন ,
ঐ গুলা সব বেহুদার দল - নেই কোন লাজ শরম । :P :-P

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২০

পাঠক১৯৭১ বলেছেন: সুশাসন ইত্যাদি রাজনৈতিক পরিমাপক নয়; এগুলো সাধারণ মানুষের রাজনৈতিক ভাষা

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: এক একেক জনের দৃষ্টি ভঙ্গী ভিন্নতার জন্যই কেউ বলে অর্ধেক গ্লাস ভর্তি , আবার কেউ বলে অর্ধেক গ্লাস খালি । কবিতার প্রথম থেকে শেষ অবধি আশার কথা বলা হয়েছে । প্লিজ আমার লিখায় নিরাশা খুজতে আমি রাজি নই , তাই পজেটিভ ভাবুন , দেখবেন অবশ্যই সব পজেটিভ ই হবে , ধন্যবাদ ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.