![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
প্রেম বলতে - দেহ চাইনি আমি
মনটা তোমার -চেয়েছি একটু খানি ।
তাঁতে ও কেন - রাখলে এতো খুঁত
এড়িয়ে যাওয়া - নানা রকম ছুৎ !
বলবে আমায় -মানুষ ছিলে কবে ?
ছল করে নয় - ভেবে বলতে হবে ।
দেহ চাইলে - পাবে হাজার দেহ,
সত্যিকারের মন - দিবে না কেহ !
দেহটা তে - প্রেম পাবেনা তুমি ,
ওটা শুধুই - ভোগের বধ্য ভুমি ।
ভালোবাসায় - শরীরটা সব নয় ,
মনের দামেই - মনটা দিতে হয়।
তবেই তুমি পাবে শুধু - স্বর্গীয় সে সুখ ,
শূন্য হৃদয় পূর্ণ হবে - থাকবে ভরে বুক !!
©somewhere in net ltd.