![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
প্রান পাখিরে মনে যে তোর
ভাবের অন্ত নাই !
এক নিমেষে রং বদলাস
দেখছি আমি তাই ।
কাজে দেখাস ভালোবাসা
স্বীকার করিস না !
ক্যামন করে বুঝবে তোরে
কোনটা ছলনা ?
মুখে যেটা বলিস নাকি
কাজের টাই আসল !
আর কতো দিন বুনবি ওরে
স্বপ্ন ঘোরের ফসল ।
ভালোই যদি বাসিস তাঁরে
বলতে কিসের লাজ ?
সব বাহানা ঝেড়ে ফেলে
বলে দে তুই আজ ।।
©somewhere in net ltd.