![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
দূরত্ব কোন বাঁধা নয় -
অনুভূতি যদি তীব্র হয় ।
চোখের দেখা দেখা নয় -
হৃদয় নয়ন খুলতে হয় ।
কানের শুনা কথা নয় -
মনের কথা শুনতে হয় ।
নিয়তি বলে বলে কথা নয় -
ভাগ্য নিজেকে গড়তে হয় ।
চেষ্টা করা কঠিন নয় -
প্রত্যয়ী যদি সে জন হয় ।
ভয়ের কোন ব্যাপার নয় -
স্বদিচ্ছাতেই উপায় রয় ।।
©somewhere in net ltd.