![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
যাইনি কোথাও হারিয়ে আমি
থাকি সবার সাথে ,
নেট এ থেকেই কাজ টা করি
দিবস নিশি প্রাতে ।
ঘুম তো আমার এম্নিতে কম
কাজের চাপ ও বেশ ,
তন্দ্রা এলেও মাঝে মাঝেই
যায় কেটে তার রেশ ।
ক্যামন করে আসবে সে ঘুম
আমি কি মানুষ ?
সারা জীবন করছি যে কাজ
হারিয়ে ফেলে হুঁশ ।
তবু ক্যানো হয়না আমার
মনের মতো কাজ ।
বিরক্ত হই কম ই আমি
তবুও হলাম আজ ।
সারা রাতের শ্রম যে আমার
এক চাপেতেই মাটি ,
ইচ্ছে হচ্ছে চুল গুলো সব
ন্যাড়া করে ছাঁটি !
এর মধ্যে ও তুমি আমায়
পাওনা খুঁজে বলো ?
এবার আমি জীবন দিবো
রেল লাইনে যাই চলো .!!
©somewhere in net ltd.