নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

" কি হবে ! "

০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:২৩

কি হবে আর এমন করে - রাত্রি জেগে

ভোরের আলো ফুটবে ঠিকই - আপন বেগে ।

অন্ধকারের ভাবনা গুলো - উবে গিয়ে ,

আসবে গো দিন নতুন কোন - স্বপ্ন নিয়ে ।

মিছে ক্যান হাতড়ে ফিরো -স্মৃতি গুলো ,

দাও উড়িয়ে যেমন ওরে- শিমুল তুলো ।

নতুন সূতায় গাঁথো আবার - নতুন মালা ,

দাও নিভিয়ে দুঃখ মাখা- প্রানের জ্বালা ।

কি হবে আর এমন করে - গুমড়ে কেঁদে ,

আসবে না আর পড়েছে সে- নতুন ফাঁদে ।

তুমি ক্যানো থাকবে বসে- তারই আশায় ,

মন নেই তার তোমার এমন- ভালোবাসায় ।

তারচে বরং তুমিও আবার -স্বপ্ন সাঁজাও

দুঃখ ভুলে নতুন সুখের - শঙ্খ বাজাও ।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৪ সকাল ১০:৪৩

সুফিয়া বলেছেন: খুব সুন্দর কবিতা। জীবনা জাগানিয়া গানও বলা যায় এটাকে। মরা অতীতে পেছনে ফেলে এভাবেই সামনের দিকে হাটতে হবে আমাদেরকে।

২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৪৭

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: Thanks a lot :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.