![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
এমন করে কি কভু
ভালোবাসা রয় !
সারা ক্ষনই ভাবো যেথা
নিজ স্বার্থের জয় ।
সারা জগত খুঁজে দেখো
আছে কে মানুষ !
অমন তরো ভালোবাসার
উড়াবে ফানুশ ।
তাঁর চেয়ে বরং স্বার্থ নিয়ে
নিজ ভূমেতেই থাকো !
মিছিমিছি বাহানা করে
আমায় কেন ডাকো ?
আমি তোমার সব বাহানা
বুঝেছি সেই আগে ,
কখন তোমার ভালোবাসার
গাঙ্গে জোয়ার জাগে ।
আমার তুমি পাবেনা যে
তেমন করে আর ,
সারা জীবন চোখের জলের
বইলে বোঝা ও তাঁর । —
©somewhere in net ltd.