নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

"গভীর ক্ষত"

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৫২

ভুলতে তুমি পারবে নাগো - কোন ভাবে ,

ঘর ছাড়লেই পরবে মনে - সবার আগে ।

কেমন করে ভুলবে তুমি - তাহার কথা ?

যে জন তোমায় ভুলিয়ে দিত- সকল ব্যাথা ।

কোথায় পাবে তাহার মতো - ভালোবাসা !

কে মিটাবে তোমার মনের - সুপ্ত আশা ?

নিয়েছিলে আদর সোহাগ -বুকটি ভরে ।

দিয়েছ কি একটি বার ও - তেমন করে ?

হারিয়েছিলে তুমি তোমার - ইচ্ছা মতো

দেখনি তার হৃদয় মাঝের - গভীর ক্ষত !

তুমি তাকেই দুঃখ দিয়ে - পালিয়ে ছিলে

কি হল আজ ক্যানো আবার -ফিরে এলে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.