![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
বৃষ্টি গুলো চোখের তারায় -মিলিয়ে নিয়ে
ধুয়ে ফেলো কষ্ট তোমার -কান্না দিয়ে ।
বুকের মাঝে নীল রং এর- ঐ যন্ত্রণাকে
দাও পাঠিয়ে গোলক ধাঁধার- ঘূর্ণিপাকে ।
দুঃখে ভরা স্মৃতি গুলো- গুছিয়ে এঁকে
রাখতে পারো ভারী কোন- পর্দা ঢেকে ।
এবার তুমি নতুন করে-আবার বাঁচো
তুমি তো সে আগের তুমি- একই আছ।
বুঝিয়ে দাও তাঁকে তুমি -ক্যামন পারো
ভালোবাসার অপর পীঠের- ঘৃণা গাঢ় ।
আবার যদি সে কখনো- ফিরে আসে
ভেবে দেখো কি ছিল তাঁর -যাবার পিছে !
দুটো ভুলে করবে ক্ষমা -তিনটা ভুলে নয়
কারন ওটা স্বভাবই তাঁর -এটাই হল ভয় ।
২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৬
শরৎ চৌধুরী বলেছেন: আপনি এভাবে পরপর পোষ্ট করবেন না। মূলত প্রতি আধা ঘন্টায় একটি পোষ্ট দেবার নিয়ম। অর্থাৎ আপনার একটি পোষ্ট প্রথম পাতা থেকে সরে গেলে তারপর নতুন পোষ্ট দেবার কথা চিন্তা করতে পারেন।
৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৪
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: আমি আসলে এখানে নিয়মিত নয় আসলে আমার লিখা গুলো সংরক্ষনের জন্য এটা ব্যাবহার করছি ... তাই করছি ... থ্যাংকস
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২৩
ভুলনা আমায় বলেছেন: অনেক চমত্কার হল ।