নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

"মিথ্যে"

০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৫

মিথ্যে ভরা জীবন যখন - তোমার আবার ভুলকি !

আধো নেভা মোমবাতিতে - কিশের এতো ফুল্কি ?

অনুনয় আর বিলাপ করে - ক'দিন কাকে পটাবে !

ধান্দাবাজি পরলে ধরা - তারাই তোমার ঝাঁটাবে ।

দু চার কলম লিখে তুমি - নিজেই ভাবো সেরা ,

চেয়ে দেখো তোমার লেখা - মারিয়ে যায় ভেড়া ।

তবু তোমার ভাব কমেনা - এসব কিছু দেখে !

শুনেছি মানুষ বুড়ো হলে - অনেক কিছু শিখে ।

দু'শিং ভেঙ্গে সবাই কি আর - বাছুর হতে পারে ?

ওদের হাতে পরলে ধরা - ঘাড় মটকে ছাড়ে ।

এসব নিয়ে তোমায় আমি - করেছি সাবধান ,

নিজে নিজেই ধরা পরে - খুইয়েছোঁ তো মান ।

বয়সটা তো গোরের কোঠায় - নামাজ রোজা ধরো ,

হাতে তোমার নেই যে সময় - ধান্দাবাজি ছাড়ও ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.