![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
হেপাটাইটিস বি ভাইরাস
সংক্রামক রোগ,
রক্তরস বা লালা থেকে
লিভারে হয় যোগ ।
সংক্রমণের দু' তিন মাস পর
লক্ষণ গুলো এমন,
অস্থি মজ্জা ব্যাথা সহ
ক্ষুধা মন্দা তেমন ।
ক্লান্তি আর অবসাদে
হবে পেটেও ব্যাথা,
গাঢ় রংয়ের প্রস্রাব হবে
যেমন হলুদ বাটা ।
মাথা ব্যাথা হবে আবার
বমি বমি ভাব,
কোন মালিশে এটার
হয় না কোন লাভ ।
লক্ষন গুলো পরলে ধরা
আর দেরি না করে,
তারাতারি যাবেন চলে
ডাক্তার বাবুর ঘরে ।
হেপাটাইটিস বি ভাইরাস
চরম খারাপ রোগ,
সিরোসিস আর কিডনি তেও
হয় যে এটা যোগ ।
প্রতিরোধের উপায় আছে
ইনজেকশন নিয়ে,
চিন্তা মুক্ত হতে পারেন
হাসপাতালে গিয়ে ।
বঙ্গবন্ধু মেডিকেলে
এই রোগের ইউনিট,
কষ্ট হলেও পেয়ে যাবেন
উন্নত সব ট্রিট ।।
©somewhere in net ltd.