![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
রিক্ত তোমায় পূর্ণ করে
রেখেছে যে মনে ,
তুমি এখন বেড়াও ঘুড়ে
অন্য কারো বনে ।
নিঃস্ব তোমায় বিশ্ব যখন
করেছে অবজ্ঞা ,
তোমার তখন ধরটি ছিল
ছিলনা সংজ্ঞা ।
এখন তুমি পূর্ণ মানুষ
ভাবে আছো ডুবে ,
দেখো আবার যায়না যেন
রং গুলো সব উবে !
নানান রঙের এই দুনিয়ায়
হরেক পাখীর মেলা ,
তারই স্রোতে ভাসছ তুমি
ভাবছ ওটাই ভেলা ।
আসল নকল চিনতে তোমার
বাকি আছে ঢের ,
একটা ঝাঁকি খেলেই তবে
পাবে সেটাই টের ।
লুকোচুরি খুব বেশী দিন
খেলতে যদি চাও ,
রাস্তা তোমার অবারিত
যেথায় খুশী যাও ।।
©somewhere in net ltd.