![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
অকারণে যদি কভু
হৃদয় ক্ষরণ হয়
বুঝতে হবে লক্ষণ টা
মোটেও শুভ নয় ।
হটাত যদি ঘুমের ঘোড়ে
বুকটা ফাঁকা লাগে
তবে জেনো প্রিয় কেহ
যাবে চলে আগে ।
কোন কাজে যদি কভু
মনটা ই না বসে
বৃথা হবে পণ্ডশ্রম
বুঝবে সে কাজ শেষে ।
ষষ্ঠ ইন্দ্রিয় সকল সময়
দেয় সে ইশারা
উদাস এ মন সে ডাকেতে
দেয় না যে সারা ।
ইন্দ্রিয় রাজার সকল ভাষা
যদি সহজ হতো
অনেক বিপদ থেকেই তবে
মুক্তি পাওয়া যেতো ।।
©somewhere in net ltd.