![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
অন্তর টা শুদ্ধিকরণ
মোটেই সহজ নয় ,
মুখে বুলি আওরালেই
শুদ্ধি কি আর হয় ?
নানা রকম ফন্দি করে
বুদ্ধি যতোই আটো ,
তাল বাহানার বুদ্ধি তবু
মাপলে হবে খাটো ।
হিসেব করে চলন-বলন
সব সময়ই শ্রেয় ,
তবেই সুধু অংগুলিটি
তুলবেনা আর কেহ ।
কথা কাজের প্রতিবিম্ব
যায় যদি গো মিলে ,
দেখ তখন বলবেনা কেউ
মান গিয়েছে জলে ।
সাধু সাধু ভান করে কেউ
হয়েছে সাধু কবে ?
সত্যি সাধু হতে হলে
শুদ্ধি হতেই হবে ।।
©somewhere in net ltd.