![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
মন টা যেন বিশাল সাগর
কুল পাওয়া তার ভার,
কোন বাঁকে যে কে হারাবে
রাখবে কে খোঁজ তার ।
বয়স বাড়ার সাথে সাথে
বদলে যায় রুচি,
মন্দ গুলো ঝেড়ে ফেলে
আত্মারা হয় সূচি ।
এক বয়সে যে স্বপ্ন কে
রঙ্গিন মনে হয় ,
কয়েক বছর পরেই সেটা
ভাবতে লাগে ভয় ।
মনের এমন চরম বদল
হর হামেশাই ঘটে ,
মন সাগরের কুল পাওয়া
তাই অসাধ্য ই বটে ।।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:০৮
জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন কবি।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৯
আরণ্যক রাখাল বলেছেন: আসলেই মনের সন্ধান পাওয়া কঠিন| লিখুন
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: থ্যাংকস টু অল অফ ইউ ।।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লাগলো আপনার ছড়া কবিতা । +
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩
শাহরীয়ার সুজন বলেছেন: বেশ ভালো লাগলো।