![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।
আমি আর আগের মতো
চাঁদ দেখিনা কেন জানো ?
চাঁদের ঐ আলোয় তুমি
মিছে মিছি আমার টানো ।
আমি তো মেতেই আছি
আমার আপন জগৎ পানে,
কেন যে এই অবেলায়
ভাসাতে চাও নতুন বানে !
বানে আর কেমন করে
ভেসে যাবো তোমার মতো,
মনের ঐ গহীন কোণে
লুকিয়ে আছে জমা ক্ষত ।
দোলের ঐ পূর্ণ তিথির
আবীর ছটা অঙ্গে মেখে,
কি হবে এই নিশিতে
জোড়া দেয়া আরশি দেখে !!
©somewhere in net ltd.