নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাকসুদা সুলতানা ঐক্য

মাকসুদা সুলতানা ঐক্য

পেশা সাংবাদিকতা সাথে অডিও ভিজুয়াল অনুষ্ঠান নির্মাতা এবং সংসদ টেলিভিশন এর অতিথি নির্বাহী প্রযোজক এর দায়িত্ব পালন করছি। নিজের লেখা কবিতার ভাষায় অন্যায়ের তীব্র প্রতিবাদ করি, বিভিন্ন প্লাটফর্মে অনুষ্ঠান উপস্থাপনা করি সাথে বিজ্ঞাপনে কন্ঠ দেই, ব্যাস এই তো আমি ।

মাকসুদা সুলতানা ঐক্য › বিস্তারিত পোস্টঃ

"চট্টগ্রামের প্রেম"

১১ ই মার্চ, ২০২৩ ভোর ৪:১৭

ত্যোঁয়ারে যদি পেইতম অ্যাঁই
গইত্তাম আদর যতন,
গঅঁম লাগেদে বেশি অ্যাঁর
ত্যুঁই যে দিলুর মতন।

ত্যুঁই কঁন্ডে হত্তুন আইসশু
হন্ডে যঁর রে ত্যুঁই,
ফেড ফুরেদ্দে ত্যোঁয়ার লাই অ্যাঁর
বিছানত শুই শুই।

সমে সমে রেইত অইলে
চিন্তা গরি অ্যাঁই!
ত্যোঁয়ারে লই সত্ত হাচে
বিদেশ চলি যাই।

এন গরি যার দিন কাটি অ্যাঁর
হনদিন বইবা ঘেষি,
হত্তে ত্যুঁই বুইঝবা ত্যোঁয়ারে
হত্ত ভালাবাসি।।

মাকসুদা সুলতানা ঐক্য
ঢাকা, বাংলাদেশ।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৩৯

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছা। মাঝখানে অনেক বছর পা রাখিনি এই তল্লাটে, কারণ নানান কাজ আর ঝুট-ঝামেলায় কেটে গেছে সময়। আজ আবার ফিরেছি চেনা বন্দরে! ইনশাআল্লাহ এবার নিয়মিত হওয়ার আপ্রান চেষ্টা করবো।

২| ১১ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৪৮

অনল চৌধুরী বলেছেন: বরিশালের লোকের চট্রগ্রামের ভাষায় কবিতা লেখা !!!!

৩| ১১ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫২

সোনাগাজী বলেছেন:



৭ বছর পর ফেরা, ইন্টারেষ্টিং

৪| ১১ ই মার্চ, ২০২৩ ভোর ৪:৫৯

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: হাহাহা বরিশাল আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি বা আমার বাড়ি নয়

৫| ১১ ই মার্চ, ২০২৩ ভোর ৫:০২

মাকসুদা সুলতানা ঐক্য বলেছেন: আসলে ভুলেও গিয়েছিলাম এই প্লাটফর্মের পাসওয়ার্ড

৬| ১১ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৬

বাকপ্রবাস বলেছেন: পেইতামটা পাইতাম গরি দ

-
ফেট ফুরেদ্দে বুঝিলাম
গেষ্ট্রিক না হতো চঅ
গেষ্ট্রিকেও ফেট ফোরে
হতা মছিা নঅ

৭| ১১ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৫

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আফা আইতু নয় , উইবা গেইয়েগুই রেঙুনত ওনেরে ছাড়ি , রেঙ্গুইন্যা সুন্দরির ফান্দত ফড়ি !!

৮| ১১ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়ালাইকুম আসসালাম ওয়াবারাকাতুহু। শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.