নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা পাই, তাই লেখে যাই!

বিদগ্ধ

আমার নাম বিদগ্ধ। সত্যের দাহে বিশেষভাবে দগ্ধ। আমি একজন বাংলাদেশী। ঢাকায় থাকি। নিজের অভিমত প্রকাশ করার জন্য ব্লগিং করতে চাই।

বিদগ্ধ › বিস্তারিত পোস্টঃ

২ এপ্রিলের ডায়েরি: শিলাবৃষ্টি

০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৩

কালবৈশাখী ঝড় আর শিলাবৃষ্টি গতকাল ভয় ধরিয়ে দিয়েছিল। সাধারণ বৃষ্টিতে ঘরের ভেতরে কিছুই বুঝা যায় না। ঝড় হলেও বিল্ডিংয়ের ভেতর থেকে ততটা বুঝতে পারা যায় না। কিন্তু শিলাবৃষ্টিতে ঘরের ভেতর এবং মনের ভেতর উভয় জায়গা থেকে টের পাওয়া যায়। গতকাল তাই হলো। মনে হচ্ছিল কাঁচের জানালা ভেদ করে শিলাখণ্ড ভেতরে এসে প্রবেশ করবে। শিলাবৃষ্টির সাথে আছে কালবৈশাখীর ঝড়।



ঝড়-বৃষ্টিতে মানুষের মন স্থির হয়ে যায়। দিন-দুনিয়ার ভালোমন্দ নিয়ে তখন দার্শনিক ভাবনা চলে আসে। কবিরা কাব্য করতে বসে যান। তাই নিমিষে আমার মনে চলে গেলো দেশের সকল আমবাগানে আর ফসলের ক্ষেতে। এ শিলাবৃষ্টি কী পরিণতি আনতে পারে? আমের বোল যদি শক্ত না হয়, তবে এবছর আমের ফলনে এর চরম প্রভাব গিয়ে পড়বে। ধানের থোড় যদি বড় না হয়, একই পরিণতি আসবে ধানের ফলনেও।







আজ সকালে খবরের কাগজে দেখতে পেলাম শহরের মানুষের খুব একটা কষ্ট নেই: ‍"বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মতিঝিল, গুলিস্থান, শাহবাগ, বারিধারা, বসুন্ধরা, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন স্থানে বজ্রপাত ও ঝড়ের সঙ্গে তুমুল শিলাবৃষ্টি শুরু হয়। এতে গত কয়েকদিনের ভ্যাপসা গরমের উত্তাপ থেকে একটু স্বস্তির নিশ্বাস ফেলেছে রাজধানীবাসী।"



পত্রিকা পড়ে ঠিক নিজের আশঙ্কার সত্যতা পেলাম: "দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিসহ আলিহাট, খট্টামাধবপাড়া ও বুয়ালদাড় ইউনিয়নে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে চলতি ইরি ধান, গম ও আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে। বুধবার বিকাল থেকে সন্ধা পর্যন্ত থেমে থেমে শিলাবৃষ্টি হয়। এর মাঝে হালকা বৃষ্টিপাতও হয়েছে। হাকিমপুর উপজেলার দক্ষিণবাসুদেবপুর গ্রামের কৃষক মফিজ উদ্দিন জানান, আমার জীবনে এত শিলাবৃষ্টি হতে দেখেনি। এখন ইরি বোরো ধানের শীষ বাহির হবে। ধান গম হয়েছে এমন সময়ে এ শিলাবৃষ্টি গাছ ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মৎ শামীমা নাজনীন জানান, উপজেলার প্রায় সব এলাকাতেই কম বেশি শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে যেসব ধানের শীষ বাহির হয়েছে বা হচ্ছে বা কিছু দিনের মধ্যে বাহির হবে এমন ধানের ক্ষতি হবে।"



শিলাবৃষ্টি নিয়ে শহর এবং গ্রামের দু'টি সংবাদই দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে নেওয়া। মজার ব্যাপার হলো, দেশের বড় বড় পত্রিকাগুলো শিলাবৃষ্টির সংবাদটিকে দারুণভাবে মিস্ করেছে অথচ এড়িয়ে গেছে। দৈনিক যুগান্তর তাদের ‌'বাংলার মুখ' পাতায় কিছু খবর দেয়। কিন্তু এবিষয়ে সরকারি-বিরোধী পত্রিকাগুলো প্রশংসনীয়ভাবে এগিয়ে আছে। দৈনিক সংগ্রাম এবং দৈনিক দিনকাল পত্রিকায় শিলাবৃষ্টিতে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে পরিপূর্ণ কাভারেজ দিয়েছে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার এই লেখাটি বেশ ভালো লেগেছে। বিশ্লেষনটা সুন্দর হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৫

বিদগ্ধ বলেছেন:

মন্তব্যে কৃতার্থ হলাম।
উদাস লেখককে প্রেরণা দিয়ে যাবেন এই আশা করছি :)

২| ০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২২

সুমন কর বলেছেন: অামাদের এখানে শিলা বৃষ্টি হয়নি।

লেখা ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৪

বিদগ্ধ বলেছেন:

না হওয়াই ভালো।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩| ০২ রা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আজকে গাজীপুরের দিকে শিলাবৃষ্টি হয়েছে শুনলাম। :(

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

বিদগ্ধ বলেছেন:
ঝড় এবং শিলাবৃষ্টি এবার অনেক ক্ষতি করেছে।

ভালো থাকুন!

৪| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: দারুন লিখেছেন।

ভালো লাগা।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৫

বিদগ্ধ বলেছেন:
আন্তরিক কৃতজ্ঞতা!

৫| ০২ রা এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কাল যখন শিলাবৃষ্টি শুরু হয়, আমি ছিলাম বনানীর জ্যামে!
অনেকদিন পর দেখলাম শুভ্র শীতল শিলাদের, ভালো লিখেছেন। +++

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:০৮

বিদগ্ধ বলেছেন:

ঢাকায় শিলাবৃষ্টি শৈল্পিক, গ্রামাঞ্চলে আনে মহামারি :(

ভালো থাকুন!

৬| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমাদের এখানে শিলাবৃষ্টি হয়েছে। ফসলেরও ক্ষতি হয়েছে।

বিশ্লেষনটা চমৎকার হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১২

বিদগ্ধ বলেছেন:
এসময়ে শিলাবৃষ্টি মানেই ফসলের সমূহ ক্ষতি।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: অনেকদিন পর শিলাবৃষ্টি দেখলাম।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

বিদগ্ধ বলেছেন:
ঠিক তাই। তবে এবারে এসেছে ঝড়সহ। শৈল্পিকতা ছিল কম :(

ধন্যবাদ!

৮| ০৩ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

সোহেল মাহমুদ বলেছেন:
বিশ্লেষনটা সুন্দর হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:১৩

বিদগ্ধ বলেছেন:
ধন্যবাদ।

৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০৪

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল!!

২৩ শে এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৫

বিদগ্ধ বলেছেন:
আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।
এবং ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.