নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ওয়েব ডিজাইন

আইটি সার্ভিসেস

বিভিআইটি

ওয়েব বাংলাদেশ

বিভিআইটি › বিস্তারিত পোস্টঃ

ভগবানের শুদ্ধভক্তগণ এক মুহূর্তও সময় নষ্ট করেন না।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

ভগবদ্গীতার ভক্তিযোগ অধ্যায়ের প্রথম শ্লোকে অর্জুনের প্রশ্নের উত্তরে দ্বিতীয় শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলছেন যে, যাঁর মন তাঁর সবিশেষরূপে আবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তাঁর উপাসনা করেন, তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ট যোগী।



শ্রীভগবানুবাচ

ময্যাবেশ্য মনো যে মাং নিত্যযুক্তা উপাসতে।

শ্রদ্ধয়া পরয়োপেতাস্তে মে যুক্ততমা মতাঃ ।।

-গীতা ১২/২

শব্দার্থঃ শ্রীভগবান্ উবাচ-পরমেশ্বর ভগবান বললেন; ময়ি-আমাতে; আবেশ্য-নিবিষ্ট করে; মনঃ-মন; যে-যাঁরা; মাম্-আমাকে; নিত্য-সর্বদা; যুক্তাঃ-নিযুক্ত হয়ে; উপাসতে-উপাসনা করেন; শ্রদ্ধয়া-শ্রদ্ধা সহকারে; পরয়া-অপ্রাকৃত; উপেতাঃ-যুক্ত হয়ে; তে-তাঁরা; মে-আমার; যুক্ততমাঃ-সর্বশ্রেষ্ঠ যোগী; মতাঃ-মতে।

অনুবাদঃ শ্রীভগবান বললেন-যাঁরা তাদেঁর মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তাঁরাই সর্বশ্রেষ্ট যোগী।



এভাবেই যিনি কৃষ্ণভাবনায় ভাবিত হয়েছেন, তিনি আর কখনও জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয়। শুদ্ধভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনও তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনও তিনি ভগবানের কথা শ্রবন করেন অথবা শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন। কখনও বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনও বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোন কিছু খরিদ করেন, কখনও তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন-অর্থ্যাৎ, কৃষ্ণসেবায় কর্ম না করে তিনি এক মুহূর্তও সময় নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি।

-তাৎপর্য করেছেন শ্রীল প্রভুপাদ



ভগবদগীতার ইংরেজী যথাযথ ভার্সন ডাউনলোড করতে পারেন এখান থেকে মাত্র ৪.০৮ মেগাবাইট

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.