নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের আছে যত কথা, তাতেই সবার মাথাব্যথা

দুরদেশী বালক

Nothing to say

দুরদেশী বালক › বিস্তারিত পোস্টঃ

ইব্রাহীম খালেদ ও শাইখ সিরাজ

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৯

বিএনপির বুড়ো বুড়ো নেতারা তারেক জিয়ার গুণগাণ গেয়ে চলেন- সেটা রাজনীতি ও ক্ষমতার জন্য।

তারেক জিয়ার গূনগাণ গাওয়ার লোকের অভাব নেই- কিন্তু বৃদ্ধ নেতারা কেন? নিরব থাকলেও তো পারেন।

ইব্রাহীম খালেদের মতো বৃদ্ধ অর্থনীতিবিদরা শাইখ সিরাজকে নিয়ে প্রবন্ধ লেখেন।

ক্ষমতা- অর্থ- মানুষকে কোথায় নিয়ে যায়?

শাইখ সিরাজকে নিয়ে প্রবন্ধ লেখার জন্য লোকের কোনো কমতি নেই। কিন্তু সেটা সৈয়দ ইব্রাহীম খালেদকেই লিখতে হবে?

কাছে থেকে যারা চেনে- শাইখ সিরাজ একুশের পদক পাওয়ার পর নিজের সম্মানী ২৫% বাড়ানোর জন্য সরকারি দপ্তরে আনুষ্ঠানিক চিঠি লিখেছিল্। ফোনের বিল কমানোর জন্য টিএনটির স্মরণাপন্ন হয়েছিল- আর- জাতীয় পদকের ষূত্র ধরে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছিল ইমপ্রেস টেলিফিল্ম।

তাঁকে নিয়ে ইব্রাহীম খালেদের লেখা শোভা পায় না। ইব্রাহিম খালেদ লিখতে পারতেন যদি শাইখ সিরাজের মৃত্যু হতো। জীবীতাবস্থায় ইব্রাহিম খালেদ সম্পর্কে কোনো লেখা ছাপা হবে কিনা জানিনা। আর এটাও জানি ইব্রাহিম খালেদ নিজের নামে লেখা ছাপানোর জন্য কোনো খরচ করবেন না। অতএব হবে না। তবে পারিশ্রমিকএর বিনিময়ে এই কাজটি তিনি না করলেও পারতেন।

অবশ্য পতিত বৃদ্ধিজীবীরা বিষ্ঠা থেকেও অর্থ কুড়ায়।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৪৬

মতিউর রহমান মিঠু বলেছেন: ভাইজান, "জাতীয় পদকের ষূত্র ধরে সোনালী ব্যাংক থেকে ঋণ নিয়ে গড়ে তুলেছিল ইমপ্রেস টেলিফিল্ম"
এই তথ্য আপনি কোথায় পেলেন?
না জেনে কোন কিছু লেখা উচিৎ না। ইমপ্রেস শাইখ সিরাজের গড়ে তোলা এটা ভূল তথ্য।ভাল করে জেনে নিয়েন ইমপ্রেসের কতো পার্সেন্ট মালিকানা তার....খুবই সামান্য অংশের মালিক তিনি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪০

দুরদেশী বালক বলেছেন: এই তথ্য শাইখ সিরাজ নিজে জানেন। সোনালী ব্যাংক থেকে ঋণের বিনিময়েই সাগর তাকে মালিকানা দিয়িছিলেন।
শাইখ সাহেব মনে হয় আপনার খুব কাছের লোক। তার কাছ থেকেই জানুন- নোমান সাহেবের কাছ থেকে ঈদ বোনাস নিতেন কিনা।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৯

রাজীব বলেছেন: হিংসা!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫

দুরদেশী বালক বলেছেন: শাইখ সিরাজকে জিজ্ঞেস করুন কয়টাকা দিয়েছেন।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪০

িটউব লাইট বলেছেন: রাজীব বলেছেন: হিংসা!! B-)) B-)) B-))

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২০

নিজাম বলেছেন: টাকার লোভে এদেশের মানুষ সব করতে পারে। যাঁরা জ্ঞানী-গুনী, বুদ্ধিজীবি তারা সবচেয়ে বেশী স্বার্থপর, লোভী প্রকৃতির হয়ে থাকে। অবশ্য ব্যতিক্রম আছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২

দুরদেশী বালক বলেছেন: সহমত

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

রাসেল মাহমুদ মাসুম বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে শাইখ সিরাজ কে চিনি, নামে বেনামে অনেক সম্পদ গড়ে তুলেছেন এই শহরে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯

দুরদেশী বালক বলেছেন: ভাইরে বাঁচালেন। আমি তো অন্যের সমালোচনায় বিপদে ছিলাম।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

মতিউর রহমান মিঠু বলেছেন: হ্যা সম্পদ তার আছে এব্যাপারে একমত। তবে ইমপ্রেস গড়ে তোলার বিষয়টা ঠিক নয়। সাগর সাহেব ও সিরাজ সাহেব দুজন বাল্যবন্ধু। তারা কতোজন বন্ধু মিলে ইমপ্রেস গড়েছেন জানেন? জানেন না, তাদের বন্ধুদের মধ্যে অনেকেই ইমপ্রেসের আগেই শিল্পপতি ছিলেন এটাও মনে হয় জানেন না। শাইখ সিরাজের দোষ গুন থাকতেই পারে শুধু গুনের কদরটা করেন সমস্যা কি?

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

দুরদেশী বালক বলেছেন: গুণী মানুষের দোষ থাকতে নেই। ইমপ্রেস গড়ে তোলার সাগর, পারভেজ ওদের অবদান বেশি। শাইখ সিরাজ নোমান সাহেবের চেষ্টায়, সাইফুর রহমানের সহায়তায় সোনালী ব্যাংক থেকে ঋণ জোগাড় করেন। সেখান থেকেই তার ডিরেক্টরশীপ।
শাইখ সিরাজ সম্পর্কে কেউ লিখুক তাতে কোনো আপত্তি নাই। কিন্তু খোন্দকার ইব্রাহীম খালেদ?
অবশ্য অনন্ত জলিলকে নিয়ে আজকাল আসিফ নজরুলরাও লেখেন। হা হা হা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.