নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের আছে যত কথা, তাতেই সবার মাথাব্যথা

দুরদেশী বালক

Nothing to say

দুরদেশী বালক › বিস্তারিত পোস্টঃ

আশ্বিন না চৈত্র???

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু বোঝা যাচ্ছে। বর্ষা পার হচ্ছে তারপরও যেন বর্ষা শেষ হচ্ছে না। ভাদরেও বৃষ্টি নামে না- আশ্বিনে গরমের প্রকোপ।

শীতকাল আসে কিন্তু ঠান্ডা পড়ে না-

বসন্ত আসতে না আসতেই গ্রীষ্মের অত্রাচার।

আশ্বিন মাসেও এমন গরম।

কথায় আছে- আশ্বিন- গা করে শিন শিন

মানে শীতের আবাহন।

শীত না কচু। চৈত্রের দাবদাহে ক্লান্ত। আশ্বিন এর সংজ্ঞা পরিবর্তন হোক।

আচ্ছা আশ্বিনের নাম চেঞ্জ করে চৈত্র-২ রাখলে কেমন হয়?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩০

শাহেদ খান বলেছেন: নিশ্চয়ই আশ্বিন চলছে। সন্ধ্যার আকাশে জ্বলজ্বলে 'অভিজিৎ' জানিয়ে দেয়, শরৎ চলমান। রাত আট'টায় দেখা যায় অভিজিৎ-দেনেব-আলতেয়ার'এর বিশাল ত্রিভুজ - শরৎ চলছে।

শরৎ খুব কনফিউজিং সময় মনে হয় আমার কাছে। গরম-ঠান্ডা দু'টাই চরমভাবাপন্ন হয়ে ওঠে কখনও। 'ভাদ্রের গরমে কুত্তা-পাগল' টাইপের তো কিছু স্ল্যাং-প্রবাদ চালুই আছে।

আশ্বিনে এই ভ্যাপসা গরমের মাঝেই হঠাৎ বৃষ্টি আবার হঠাৎ শীতও পেয়ে যেতে পারেন আচানক। সাবধান থাকবেন। আচমকা এই সিজন-চেঞ্জে অনেকেই জ্বরের প্রকোপে পড়ে যায়।

শুভকামনা।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭

রাতুল_শাহ বলেছেন: অন্তরের ভাল লাগা থাকলো,

সামুরটা পারলাম না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৪

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

টুম্পা মনি বলেছেন: ভালো লাগল।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

দুরদেশী বালক বলেছেন: আপনাকে শুভেচ্ছা

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৯

তুষার মানব বলেছেন: ভালো লাগল। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬

দুরদেশী বালক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.