নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারে বাস করা অচিনআলো বলছি

অচিন আলো

এই দেশেই আমার জন্ম, এই দেশকেই ভালবাসি তাই মাঝে মাঝে দেশকে নিয়ে ভাবি

অচিন আলো › বিস্তারিত পোস্টঃ

বিএনপি, আওয়ামী লীগ, জামাত- শিবির, গন জাগরন, হেফাজত খুঁজতে যাবেন না। অনেক রক্তের প্রয়োজন, জেনে নিন কোথায় রক্ত দিবেন

২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সাভারে ধ্বংসস্তূপের নিছে জীবিত/ মৃত বহু লোক আটকে আছে, পর্যাপ্ত উদ্ধারের সরঞ্জাম নেই।





"হাল্ক" চরিত্রটি শুধু সিনেমায় না হয়ে যদি বাস্তবে থাকত, আর আমি সেই "হাল্ক" হতে পারতাম

তবে মানুষ গুলোকে যেমন উদ্ধার করতাম, তেমনি যাদের জন্য আজ এই ধ্বংসযজ্ঞ সেই বদমায়েশ গুলোকে আঁচড়িয়ে হাড্ডি গুড়ো করে দিতাম।



প্রধানমন্ত্রীর যেমন একটিই প্রান, একজন শ্রমিকের ও প্রান একটিই। প্রধানমন্ত্রীর সর্বচ্ নিরাপত্তা থাকবে কিন্তু একজন শ্রমিকের নুন্যতম নিরাপত্তা থাকবে না। এমন কেন হবে? এ কেমন দেশ পেলাম আমরা ? ৪২ বছর গেল, আর কত দেখব ? রাজনীতির মুল ঝুলানো আর কত দিন চলবে ???



জানি এই প্রশ্ন গুলোর সঠিক উত্তর নেই। তাই আসুন আমাদের কাজ আমরা করে যাই।



আহতদের বাঁচাতে প্রচুর রক্তের দরকার, তাই পারলে রক্ত দিন। এই মুহূর্তে দয়া করে কেউ বিএনপি, আওয়ামী লীগ, জামাত- শিবির, গন জাগরন, হেফাজত খুঁজতে যাবেন না। যে যেখানে পারেন রক্ত দিন।



রক্ত দানের ঠিকানা ঃ



সাভারঃ

তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)

রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)

027743779-82, 01716358146



এ ছাড়া, নয়াপল্টন বি এন পি অফিসের সামনে, শাহবাগ গনজাগরন মঞ্চে ও রক্ত নেওয়া হচ্ছে।



পঙ্গু হাসপাতাল ঃ

ডাঃ সনেট: 01711733175

ডাঃ টিপু: 01714107670



টিএসসিঃ

01711025876



BUETঃ

8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919



রাজধানীর কল্যাণপুরে বাসস্টান্ডের কাছে অবস্থিত ইবনে সিনা হাসপাতাল

9007188, 9004317 ও 8013638



উত্তরাঃ

লুবানা জেনারেল হসপিটাল, ৯, গরীব এ নেওয়াজ এভিনিউ, সেক্টর - ১৩

মন্তব্য ০ টি রেটিং +৩/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.