নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যাম্পডেভিড ৯৯

ক্যাম্পডেভিড ৯৯ › বিস্তারিত পোস্টঃ

পিনাক -৬

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৪৮

আজ দুপুরের একটা খবর দেখে....



দুনিয়া সম্পর্কে কেমন জানি একটা অস্পস্ট ধারনা জন্মালো...........

লিবিয়ায় তিন বাংলাদেশী নিহত..



নিহতের পড়িবারের সদস্যদের সাক্ষাৎকার টা ছিল এই রকম........

স্ত্রী :: আহারে বিদেশ গেছিল আমরা তো ভালই ছিলাম.... এখন আমার বাচ্চা গাচ্ছা নিয়া কি খামু...



বাবা :: অনেক কষ্ট কইরা..

ধার দেনা কইরা টাকা জোগাড় কইরা পোলারে বিদেশ পাঠাইছিলাম...... এখনো টাকা শোধ করতে পারি নাই

...

এখন সংসার কি দিয়া চালামু.........



মা :: হায়রে বাপ কত আশা নিয়া মানিকেরে বিদেশ পাঠাইছিলাম....

এখন আমরা কি দিয়া বাঁচবো......



প্রতিবেশী :: পড়িবার যেন ক্ষতি পুরন পায়,,



তবে চোখে সবারই জল ছিল...।



আমারটা যে ব্যাপারটা মনে বাধঁলো......





সবাইর চিন্তা এখন এক জায়গায়.....



পড়িবারের অর্থনৈতিক মুক্তি....



আর যে মানুষটার সেই মুক্তির জন্যই আজ লাশ টাও দেশে আসছে না.....

তার অবস্থান এখন কোথায়....??

...

রবী ঠাকুরের সেই সোনার তরীর মতই....

আমাদের প্রয়োজন শুধু প্রয়োজনের জন্য ই........।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৮

কেএসরথি বলেছেন: এটা হলো ডি-জুস জেনারেশনের ফল ভাই।

২| ১১ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০

তিক্তভাষী বলেছেন: আপনার পর্যবেক্ষণ শক্তি ভালো। বাস্তব জীবন থেকেই শিক্ষা নিলেন।

তবে, জ্ঞানী ব্যক্তিরা অনেক আগেই বলে গেছেন - দারিদ্রতা ঘরের দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়।

আমরা 'আদম' বলে হাসাহাসি করি, ওদের বোকা-সোকা মনে করি। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছি কতটা অসহায় হলে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে করে সাগর পাড়ি দেয়, কতটা অপারগ হলে বিদেশের রণক্ষেত্র ত্যাগ করেও দেশে ফিরতে চায় না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.