![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1 লা জুলাই, ২ 01 ২ থেকে জার্মানিতে চালু হয়েছে বিদেশি উচ্চশিক্ষিত পেশাজীবীদের জন্য "ব্লু কার্ড ইইউ".
এই ব্লু কার্ডের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলো হলো -
1 / ইইউ বহির্ভূত দেশগুলি থেকে আগত বিশেষ যোগ্যতা সম্পন্ন কর্মীরা ইইউ দেশগুলির নাগরিকদের মতোই কাজ ও বসবাস করার সুযোগ পাবে.
২ / ব্লু - কার্ডের অধীনে নতুন করে ভিসা নেয়ার প্রয়োজন পড়বে না. আগে স্টুডেন্ট ভিসায় শুধুমাত্র পড়াশোনা করা যেত. কাজের অনুমতি সেই ভিসায় দেয়া থাকতো না বা থাকলেও সেটা অনেকগুলো শর্তসাপেক্ষে দেয়া হত.
3 / একটা গুরুত্বপূর্ণ দিক হলো - এই পদ্ধতিতে "labor market check" বা "labor market check" - এই পদ্ধতিটা বাতিল করা হয়েছে. এই পদ্ধতিটার কারণে আগে ভিসাপ্রাপ্তিতে ২ -1 সপ্তাহ বেশি সময় লাগতো.
4 / ব্লু - কার্ডের জন্য পড়াশোনা শেষ করে যে - কেউই কাজের সন্ধানে নেমে পড়তে পারবে. ভিসার স্ট্যাটাস পাল্টানোর জন্য সেই ছুটাছুটি থেকে এখন অভিবাসীরা মুক্ত থাকবে .. ব্লু - কার্ডের কল্যাণে একই ভিসায় সবকিছু অন্তর্ভুক্ত থাকবে.
5 / ব্লু - কার্ড থাকলে যে কোন সময়ে, যে কোন দিন জার্মানিতে প্রবেশ করা যাবে.
6 / পর্যাপ্ত বেতনের চাকুরি খুঁজে পেলে প্রাথমিকভাবে 3 বছরের ভিসা দেওয়া হবে. তার পরেও চাকুরি বজায় থাকলে স্থায়ীভাবে বসবাসের ভিসা পাওয়া যাবে. তবে স্বল্পসময়ের মধ্যে ভালোভাবে জার্মান শিখতে পারলে ২ বছর পরেই স্থায়ী ভিসা পাওয়া যাবে.
7 / উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীরা যারা আগে বার্ষিক 66,000 ইউরো বেতন দেখিয়ে স্থায়ী নাগরিকত্ব পেতেন তাদের জন্য এই সীমা কমিয়ে 48,000 ইউরো করা হয়েছে.
কিছু ক্লারিফিকেশনঃ
1 / বার্ষিক নির্দিষ্ট মাত্রার বেতন পেলে সাথে সাথেই আপনি ব্লু কার্ড পাবেন.
২ / ব্লু কার্ড নিয়ে ২ বছর কিংবা ক্ষেত্রবিশেষে 3 বছর জার্মানিতে থাকার পরে আপনি "পারামানেন্ট রেসিডেন্সশিপ" এর জন্য আবেদন করতে পারবেন এবং পেতে পারবেন.
শর্তাবলী -
1 / যারা এই কার্ড পাবেন তাদের অবশ্যই এই প্রমাণ দেখাতে হবে যে তারা জার্মানিতে পড়াশোনা করেছেন অথবা 5 বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে.
২ / বছরে 44,000 ইউরো বা তার বেশি বেতনের জবকন্ট্রাক্ট এবং তা অবশ্যই কোনো জার্মান কোম্পানির সাথে থাকতে হবে. তবে সায়েন্টিস্ট, ডাক্তার, আইটি প্রফেশনাল এবং ইঞ্জিনিয়ারদের জন্যে এই সীমা 33,000 ইউরো.
3 / সর্বোপরি জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে.
আইনের বিস্তারিত বিবরণী (জার্মান ভাষায়) - Click This Link
সুত্রঃ ডয়শে ভেলে নিউজ
জার্মানিতে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় যে কোন তথ্য ও আপনার যে কোন প্রশ্নের উওর জানতে এবং জার্মানিকে প্রবাসী বাংলাদেশীদের অভিজ্ঞতার আলোকে নতুন করে জানতে দেখুন:
Bangladeshi Students Association - Studying and Working in Germany" (https://www.facebook.com/groups/BSA.Germany/)
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৬
ঢাকাবাসী বলেছেন: পোষ্টটি দিয়ে অনেকের উপকার হতে পারে, আপনাকে ধন্যবাদ।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১
সীমানা ছাড়িয়ে বলেছেন: জার্মানরা অনেক রেসিস্ট। প্লাস ট্যাক্স দিতে দিতে দফারফা। জার্মানী যামু না
০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪১
ক্যপ্রিসিয়াস বলেছেন: জার্মানরা অনেক রেসিস্ট। এটা একদমই ঠিক কথা নয়। গত ২ বছরে আমি এমনটা দেখি নি।তার উল্টোটা পেয়েছি, আমি দেখেছি তাঁরা নিজেদের চেয়ে বিদেশিদের সাথে অনেক বেশি ফ্রেন্ডলি। আর ট্যাক্স যত বেশি সু্যোগ সুবিধাও তত বেশি।জার্মানির ট্যাক্স নিয়ে গত সেমিস্টারে পড়ার সুযোগ হয়েছিল, দেখুন ওদের ট্যাক্স এর ভেতরে কি আছে আপনার পেনশন, মেডিকেল বিমা,বেকার ভাতা, বয়স্কভাতা। যেগুলু আপনার নিজের জন্যই। বিস্তারিত হয়ত কোন একদিন লিখব।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: গুড পোষ্ট! ইচ্ছা ছিল এক সময় জার্মানি যাওয়ার।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩৬
সীমানা ছাড়িয়ে বলেছেন: আপনি হয়ত বার্লিনের দিকে থাকেন, তাই জার্মানদের ফ্রেন্ডলী মনে হয়েছে। বার্লিনের জার্মানরা আসলেই ভাল। কিন্তু ফ্রাংকফুর্টে আমার অভিজ্ঞতা মোটেও ভাল না। শুধু আমার না, আরো অনেক এশিয়ানদের একই রকম অভিজ্ঞতা দেখেছি।
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪
ক্যপ্রিসিয়াস বলেছেন: না ভাই আমি ফ্রান্স আর সুইজারল্যান্ড এর বর্ডারের ছোটশহর ওফেনবুর্গে থাকি। আর আমার কাছে মনে হয় জার্মানদের চেয়ে বিদেশী বংশভুত জার্মানদের কাছ থেকে এ ধরনের আচরন বেশি পাওয়া যায় । ভাষাগত সমস্যা সে ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলে। আপনার জন্য সুভকামনা রইল। ধন্যবাদ মন্ত্যবের জন্য।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৩১
সীমানা ছাড়িয়ে বলেছেন: সুইজারল্যান্ডের কাছে? এই সামারে আইতাছি আপনার কাছাকাছি জায়গায়
৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৫০
ক্যপ্রিসিয়াস বলেছেন: ওকে জানাইয়েন ।যদিও জুলাইতে আমি ফ্রান্সে থাকব।
৮| ২৮ শে মে, ২০১৪ ভোর ৫:০৫
আলফা-কণা বলেছেন: বিটার এক্সপেরিয়েন্স ইস টু হাভ হিটলারের দেশের বন্ধু-বান্ধব।
হিটলারের দেশের দুইজন এক সাথে হইলে ই শুরু করে দিবে হিটলারী ভাষা।
অস্ট্রিয়া , বেলজিয়াম, Switzerland, এর কাউরে পাইলে ও একই কাম শোরু কইরা দেয়। আবার অনেক ফ্রেঞ্চ দেখছি অনর্গল হিটলারের ভাষায় কথা কয়, জিগায় লাম কেমনে কি, কইল,বাপ বিয়া করছিল হিটলারের দেশে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৫:৩২
বিদ্রোহী বাঙালি বলেছেন: অনেকেই হয়তো উৎসাহী হবেন। উৎসাহীদের জন্য অগ্রিম শুভ কামনা রইলো। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ ক্যপ্রিসিয়াস।