নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

জার্মান প্রবাসে-বৈশাখী

১৩ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৪



চৈতালি বেলা শেষে নতুন বছর একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে। নতুনকে বরন করে নেয়ার পালায় আমাদের ক্ষুদ্র সংযোজন 'জার্মান প্রবাসে এপ্রিল সংখ্যা'। আপনাদের চাহিদার এবং আগ্রহের কথা মাথায় রেখে প্রতিনিয়ত পরিবর্তন এবং পরিবর্ধন তো চলছেই।

ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুনঃ http://goo.gl/PsKw1A

তাই আমাদের এবারের সংখ্যায় রইল- জামাল উদ্দিন আদনানের লেখায় 'মাইন্ড কন্ট্রোল, সংস্কৃতি সচেতনতা ও হিন্দি/উর্দুতে কথা বলা', জার্মান সংস্কৃতির বিভিন্ন দিক নিয়ে শাওনের 'জার্মান পড়ালেখা, কালচার ও কিছু এলোমেলো কথা'। প্রতিবারের মত এবারেও আছে আমাদের জনপ্রিয় সিরিজ আনিসুল হকের 'এজেন্সী স্বপ্ন ও বাস্তবতা'-র ১১তম পর্ব। হ্যানোভারে হয়ে যাওয়া সেবিট মেলা নিয়ে থাকল হিমনের প্রতিবেদনে 'বিশ্বের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ ও প্রাপ্তি'। এছাড়াও মাগদেবুর্গ থেকে শরিফুল তাঁর জার্মান জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছেন 'জীবন যখন জার্মানিতে'। সেইসাথে রইল তানজিয়া ইসলামের লেখায় 'রোলিংস্টোন সিরিজ'। আর সাথে কুইজ আর কবিতার ঝাঁপি তো রইলই।

সবশেষে অভিনন্দন এবং স্বাগতম আমাদের সাথে সদ্য যোগ দেয়া জার্মান প্রবাসে অফিসিয়াল ফটোগ্রাফার দেবরাজ কর-কে।





#ফেসবুকে আমরা - জার্মান প্রবাসে- http://goo.gl/EW4qBH



একটু পড়ে যদি রিভিউ দেন তাহলে অশেষ উপকার হয়। আর কি কি যোগ করা যায় তাও জানাতে পারেন আমাদের। আপনার একটা চাওয়া, একটা মন্তব্য অথবা আপনার কোন অভিজ্ঞতা ভাগ করুন না আমাদের সাথে! চটজলদি লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়ঃ [email protected]



অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন সবাই!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.