![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রায় দেড় বছর ধরে জীবন ও জীবিকার তাগিদে জার্মানীর ব্ল্যাক ফরেস্টের মাঝামাঝি অবস্থিত সেঙ্কট রোমার নামক ছোট এক গ্রামে আমার বসবাস । চারদিকে সবুজের সমারোহ আর উচুনিচু পাহাড়ে ঘেরা ছোট এ গ্রামকে আসলে পছন্দ না করে থাকতে পারে এমন মানুষ খুব কমই আছে। মজার ব্যাপার হল, এই গ্রামের মোট জনসংখ্যা ২০০ এর মত মাত্র । সমতল ভুমি থেকে প্রায় ৫৫০ মিটার উচ্চতায় আমাদের বসবাস। সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকলেও অনেকেই যখন বলি আমার কোন মোবাইল নাম্বার নেই , বিশ্বাস করতে চায় না। কারন আমাদের ল্যান্ডফোন থাকলেও আমাদের গ্রামে মোবাইলের নেটওয়ার্ক নেই, ব্ল্যাক ফরেস্টের মাঝামাঝি আর কম জনসংখ্যার জন। আর এ নিয়ে কারো কোন আফসোস নেই। বরং আমাদের চার তারা হোটেল এর গেস্টদের জন্য এটা একদিক দিয়ে ভাল দিক । যারা তাদের কর্ম ব্যাস্ত লাইফ থেকে একটু নিরিবিরি ঝামেলাবিহীন ছুটি কাটাতে চায় তাদের জন্য মোবাইল ফোনবিহীন কয়েকটা দিন আসলেই ভাল কাটে। তা ছাড়া ইন্টারনেট, ল্যান্ড লাইন সবই আছে। অনেকতো কথা চল এবার চলুন ছবিতে দেখে নেই সেই ছোট গ্রামটি ।
উপর থেকে আমাদের হোটেল আর একই পাশে বাসায় আমার বসবাস ।
পাহাড়ের উপর থেকে
আমাদের আউটডোর সুইমিংপুল শুধুমাত্র সামারের জন্য
এবার চলুন উইন্টারের কিছু ছবি দেখি
তুষারে ঢাকা আমার কর্মস্থল
ছবি দুটো গত শীতে এক সকালে বাসা থেকে বেরিয়ে দেখি এই অবস্তা। দুঃখজনক হলেও সত্য এ বছর এখন ও তুষারের দেখা পাই নি।
কিছুদিন আগেই গেল ফুল মুন। আমার জানালায়ও এসেছিল ফুল মুন। চাদের আলোয় ব্র্যাক ফরেস্ট ।
ভাগ্যবশত একদিন এক ঝলক বৃস্টির পরে রংধনুর এসেছিল আমার জানালায়। রংধনুর রংগে ব্র্যাক ফরেস্ট ।
আমাদের হোটেলের নিজেদের হরিনের খামার ও গরুর খামার রয়েছে। হোটেলের হরিনের মাংস ও গরুর মাংশ আসে সরাসরি আমাদের খামার থেকে। চলুন দেখে নেই কিছু ছবি।
মাঝে মাঝেই আশে পাশের পাহাড়ে উঠতে ঘুরতে যাই। অন্য আর একদিন না হয় আপনাদের পাহাড়ে ঘুরতে নিয়ে যাব। আজকে না হয় পাহাড়ের উপর থেকে তোলা একটা ছবি দেখেন।
আজকে এ পর্যন্তই , উপরের সব কয়টা ছবিই আমার তোলা না। কিছু কিছু ছবি আমাদের হোটেলের ওয়েব থেকে নেয়া। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ
২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
ক্যপ্রিসিয়াস বলেছেন: Ja, Ich spreche Deutsch. Ohne Deutsch es ist ganz schwer in Deutschland zu leben .
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৩
তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ, খুবই ভাল লেগেছে।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৫৪
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । ধন্যবাদ, ভাল থাকবেন।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৭
দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ভ্রাতা দারুন জায়গাতে থাকেনতো।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৩
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ মন্ত্যবের জন্য । আসলেই সুন্দর একটা জায়গা। ভাল থাকবেন ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১
তূর্য হাসান বলেছেন: অ-সা-ধা-র-ণ। মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যাই। ধন্যবাদ। ভালো থাকুন।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাই চলে আসেন, অনেক দিন কারো সাথে বাংলায় সুখ দুঃখের আলাপ হয় না। আড্ডা দেয়া যাবে। তবে ঠান্ডা একটু বেশি । ধন্যবাদ মন্ত্যবের জন্য । ভাল থাকবেন ।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯
প্রবাসী পাঠক বলেছেন: এমন চমৎকার জায়গায় মোবাইল ফোনের কথা মনে হয় মনেই পড়বে না। ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন রঙ তুলিতে আঁকা কোন ছবি।
স্নো ফল দেখার খুব ইচ্ছা আছে। কখনো দেখা হয় নি। স্নো ফল দেখতে আপনার ওখানে চলে আসব ভাই। আর মরীচিকা দেখতে হলে আমার এখানে আসার আমন্ত্রন রইল।
পোস্টে প্লাস।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: প্রবাসী ভাই, দাওয়াত রইল । চলে আসেন। তবে এ বছর মনে হয় তেমন স্নো পড়বে না। ২০১২ তে নভেম্বরের শুরু থেকে স্নো ফল শুরু হইছিল আর এপ্লিল এর মাঝামাঝি পর্যন্ত ছিল। আর গত বছর মাত্র ৩ দিন স্নো ফল হইছে। এই বারও এখন পর্যন্ত মাত্র ১ দিন অলপ একটু স্নো ফল হইল। সারা বিশ্বের তাপমাত্রার সাথে সাথে এখানখার ওয়েদারও চেঞ্জ হয়ে যাচ্ছে । যাই হোক দাওয়াত রইল। ভাল থাকবেন ।
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১
সালাহউদ্দীন আহমদ বলেছেন: আপনার সৌভাগ্যে আমি ঈর্ষিত।
প্রথম কমেন্ট আর তার উত্তরের বঙ্গানুবাদ দেয়া হোক।
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
ক্যপ্রিসিয়াস বলেছেন: সত্যিই ভাই আমি মনে হয় ভাগ্যবান ।
প্রথম কমেন্টের বাংলা -
Sprechen Sie deutsch?- আপনি কি জার্মান বলতে পারেন ?
Ja, Ich spreche Deutsch. - হ্যা আমি জার্মান বলতে পারি ।
Ohne Deutsch es ist ganz schwer in Deutschland zu leben .- জার্মান ছাড়া জার্মানীতে বসবার করা অনেক/খুব কঠিন ।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
পরদেশ জার্মান দেখাবার জন্য ধন্যবাদ
২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪০
ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাই আপনাকেও ধন্যবাদ । ভাল থাকবেন ।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৮
হাসান মাহবুব বলেছেন: অপূর্ব।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২২
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ...
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
আলম দীপ্র বলেছেন: ওয়াও ! অপূর্ব সব ছবি !
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৩
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ..
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৬
ইমরান আশফাক বলেছেন: অতিরিক্ত সাজানো গোছানো, আমার ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায়।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: দুখিত , আপনার মন খারাপ করে দেবার জন্য । ভাল থাকবেন ।
১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪৬
মহামতি আইভান বলেছেন: অসাধারন লেগেছে ছবিগুলো। খুব তাড়াতাড়িই আসছি।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: হুম আইসা পড়েন , আড্ডা দেয়া যাবে । শুভ কামনা রইল ।
১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৪
শ্রাবণধারা বলেছেন: অসাধারণ সৌন্দর্য ভাই । আমার খুব ইচ্ছা ইউরোপের কোন গ্রামে একাকী কিছুদিন কাটাই। দুএকটা বড় শহর দেখেছি, কিন্তু ইউরোপের গ্রাম দেখা হয়নি......। শুভকামনা রইলো ।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: বড় বড় শহরগুলোতে মানুষ বেশি আর প্রচুর যানবাহন । তাই আমার কাছে গ্রামই ভাল লাগে। নিজের মত করে সময় পাড় করার জন্য গ্রাম বেস্ট। ধন্যবাদ মন্ত্যবের জন্য । ভাল থাকবেন ।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৪৪
ঢাকাবাসী বলেছেন: ছবি দেখে আর বর্ননা পড়ে অসম্ভব ভাল লাগল, আপনি এই জায়গাতে থাকেন! আপনার জীবন ধন্য।
২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:৫৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই, মন্ত্যবের জন্য। দাওয়াত রইল ব্ল্যাক ফরেস্টে ট্যুরের ।
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৫৬
সোহানী বলেছেন: আপনিতো ভ্রাতা দারুন জায়গায় থাকেন........ আরে আগে দেখাবেন না... তাহলে তো এবার আপনার ওখানে যাবার সিডিউল রাখতাম
ধ্যাত............ এখন দেখে লাভ কি..... জার্মান যাবার সিডিউল আর করা হবে না...।
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: দুঃখিত আপু আপনাদের সাথে আগে শেয়ার করা হয় নি। জার্মানিতে না আসলেও সুইজারল্যান্ডের জুরিখ বা ফ্রান্সের স্ট্রাসবুর্গের আশে পাশে এলাকায় আসলে আওয়াজ দিয়েন কারন ফ্রান্স আর সুইজারল্যান্ড আমাদের এখান থেকে ৩০ মিনিটের পথ। দাওয়াত রইল চলে আইসেন ।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৪
আবু শাকিল বলেছেন: সুন্দর যায়গায় থাকেন।
যাইতে মুঞ্ছায় গো-হামায় লিয়ে যান
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: শাকিল ভাই , চলে আসেন। দাওয়াত রইল । ধন্যবাদ
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৭
তুষার কাব্য বলেছেন: মন ছুঁয়ে যাওয়া সব ছবির সমাহার...এত সুন্দর একটা গ্রামে আপনি থাকছেন...হিংসা হিংসা....
বেড়াতে আসবো একদিন প্রবাসী ভাই কে নিয়ে....
২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩০
ক্যপ্রিসিয়াস বলেছেন: অবশ্যই ভাই , দাওয়াত রইল । ফুল মুনের সময় ব্র্যাক ফরেস্টকে আসলেই দারুন লাগে। ধন্যবাদ , ভাল থাকবেন ।
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
তারাবেষ্ট বলেছেন: সোহানী বলেছেন: আপনিতো ভ্রাতা দারুন জায়গায় থাকেন........ আরে আগে দেখাবেন না... তাহলে তো এবার আপনার ওখানে যাবার সিডিউল রাখতাম,
ধ্যাত.. এখন দেখে লাভ কি..... জার্মান যাবার সিডিউল আর করা হবে না...।
Sohani sagt: toller Ort, um unsere Brüder vorher nicht zeigen .. hey ... dort gehen, dann würde ich planen .
Erinnerte sich die Verstärkung Zeitplan und werden nicht nach Deutschland gehen werden ..
মাত্র একটু একটু করে জার্মান ভাষা শেখার চেষ্টা করছি।
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: গুগুল ট্রান্সলেটর ?
চেষ্টা চালিয়ে যান। বেস্ট অফ লাক।
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৩০
তারাবেষ্ট বলেছেন: যে কেউ একটু দেখে দেতে পারেন- অনুবাদ ঠিকমতো হচ্ছে কিনা!
তুষার কাব্য বলেছেন: মন ছুঁয়ে যাওয়া সব ছবির সমাহার...এত সুন্দর একটা গ্রামে আপনি থাকছেন...হিংসা হিংসা...
বেড়াতে আসবো একদিন প্রবাসী ভাই কে নিয়ে..
তুষার কাব্য Frost Gedicht sagt: Vergiß die Kombination von all den Bildern ... so schön, in einem Dorf bleiben ... eifersüchtig eifersüchtig ....: D
Ein Expatriate Brüder, die zu Besuch kommen,
২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৭
ক্যপ্রিসিয়াস বলেছেন: তারাবেষ্ট ভাই, গুগুল কিন্তু এখনও জার্মান থেকে বাংলা ট্রান্সলেশন ঠিক মত করতে পারে না। তাই ট্রান্সলেটর ব্যবহার না করাই ভাল। যেমন নাম সব ভাষাতেই এক, নামের কোন পরিবর্তন হয় না। তাই , তুষার কাব্য Frost Gedicht sagt এটা Tushar Kabbo sagt হবে। আর এত আবেগময ও দারুন সব কঠিন কঠিন অনুভুতির কথাগুলো বাংলায়ই ভাল লাগে, জার্মান ভাষায় ট্রান্সলেশন করা আমার জন্য দুরুহ । ধন্যবাদ , ভাল থাকবেন।
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
তারাবেষ্ট বলেছেন: কিন্তু গুগেল দিয়েত- তাও ত ঠিকমতো করতে পারছি না। ধরাযাক আপনাকে কাগজে কলমে যদি চিঠি লেখতে চাই- কোন ঠিকানায় লেখব? মানে বাংলাতেই।
২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩০
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনি আমার পয়েন্টটা বুজতে পারেন নি। আমি বলেছি গুগুল ট্রান্সলেটর এখনও সঠিকভাবে ট্রান্সলেট করতে পারে না। যেমন উপরে বাক্যে তুষার ভাই এর নাম কে গুগুল ভাবতেছে যে এটা তুষার বা হিমেল আর তাই সে তুষার কে ট্রান্সলেট করে Frost বলছে । যেমন ধরুন একজনের নাম মাখন লাল , আপনি যদি গুগুলে লিখে ইংরেজিতে ট্রান্সলেট করেন গুগুল লিখবে বাটার রেড, কারন গুগুলতো আর জানে না যে এটা একটা নাম ।
২০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
বশর সিদ্দিকী বলেছেন: অসাধারন। ভালো লাগলো। ভাল থাকবেন দুর পরবাসে।
২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:১০
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২৭
সোহানী বলেছেন: তারাবেষ্ট এর ট্রান্সলেশান ভালো লেগেছে... যদিও কিছুই বুঝি নাই
নাহ্ এবার ডোনাররা বুদ্ধিমান হয়েগেছে.... নিজেরাই চলে এসেছে মিটিং করতে তাই ..........
... তাই আর যাওয়া হচ্ছে না.......
২৩ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: সামনের বার ডোনাররা বাংলাদেশে যাবার আগেই আপনার ইমেইলে ডোনারদের বলে দিবেন যে তাদের কস্ট করে বাংলাদেশে যাবার দরকার নাই, আপনারাই যাবেন তাদের ওখানে।
২২| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩০
ডি মুন বলেছেন:
বাহ, খুবই চমৎকার।
একদম ছবির মতো সাজানো গোছানো।
মন খারাপ হয়ে গেছে। আমাদের দেশটাকে কেন আমরা এরকম একটু পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পারি না !!!!
যাই হোক, ক্যপ্রিসিয়াস ভাই, আপনার গ্রামটা আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর গ্রামে ততোধিক সুন্দর দিন কাটুক আপনার।
(ইয়া বড়ো একটা হিংসার ইমো হইবেক !!! )
২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই..গতকালের ছবি দিলাম। আপনার হিংসার পরিমান আরো বাড়ানোর জন্য।
২৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
ক্যপ্রিসিয়াস বলেছেন:
২৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
ডি মুন বলেছেন:
ব্ল্যাক ফরেস্টে যাইতাম চাই।
বাংলাদেশে থাকুম না
২৯ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:১৭
ক্যপ্রিসিয়াস বলেছেন: মাঝ রাতে পাহারের উপর থেকে স্ল্যাটিং এর কিছু ছবি আর লেখা আসতেছে সামনে। হিংসা করে লাভ নেই যতই হিংসা করবেন ছবি আর পোস্ট ততই বাড়তে থাকবে।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
জাফরুল মবীন বলেছেন: ছবির মত দেশ জার্মানী!
লেখা ও ছবিতে চমৎকার হয়েছে পোস্টটি।
অসংখ্য ধন্যবাদ ভাই ক্যাপ্রিসিয়াসকে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৭
ক্যপ্রিসিয়াস বলেছেন: অনেক ধন্যবাদ মবীন ভাই মন্ত্যবের জন্য , ভাল থাকবেন।
২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭
তাশমিন নূর বলেছেন: ছবির মতো গ্রাম! অভিভূত হয়ে গেলাম। অনেক সুন্দর পোস্ট। তবে আমাদের বাংলাদেশের গ্রামগুলোও কিন্তু কোন অংশে কম সুন্দর না।
ভালো থাকবেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: আমাদের বাংলাদেশের গ্রামগুলোর মত সুন্দর গ্রাম আর কোথাও খুজে পাওয়া যাবে না। ধন্যবাদ মন্ত্যবের জন্য। ভাল থাকবেন।
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২
আনোয়ার ভাই বলেছেন: সবুজে ঢাকা জার্মান গ্রাম দেখে খুব ভাল লাগল।
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮
আরমিন বলেছেন: দারুন তো ! সামার আর উইন্টার পুরো বিপরীত চিত্র ! ইশশ কিছুদিন ঐ সবুজের মাঝে থাকতে পারতাম !
ভালোলাগা গুনে গুনে ৬ নাম্বার!
২৯| ২১ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৪
সুমন খন্দকার বলেছেন: ভাই,স্কলারশিপের ট্রাই করতেসি , দোয়া কইরেন ।।
ঐখানে জব ফেসিলিটি কেমন ভাই মাস্টার্স এর পর ?? স্যরি ,অফ টপিক ।। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ।।
২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩১
ক্যপ্রিসিয়াস বলেছেন: অনেক অনেক শুভ কামনা রইল । জার্মানিতে ক্যারিয়ার নিয়ে জানতে এখানে দেখতে পারেন- Click This Link
আর হ্যা, ভাল জার্মান ভাষা জানলে জবের জন্য চিন্তা করতে হয় না। ধন্যবাদ , ভাল থাকবেন।
৩০| ২৫ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ছবিগুলো আগেও দেখেছি, কিন্তু আপনার কোন পোস্টে তা মনে নাই। আমার কমেন্ট নাই দেখে বুঝলাম এই পোস্ট আগে দেখা হয় নাই। যাই হোক, আপনার কর্মস্থল পছন্দ হয়েছে, এমন জায়গায় থাকাটা আসলেই খুব উপভোগ্য।
ভালো থাকুন সবসময়।
৩১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯
রুদ্র জাহেদ বলেছেন: ওয়াও এটা আরো অসাধারন।দারুণ সব ছবি...আমারতো এখনিই যেতে ইচ্ছে হচ্ছে...
+++
৩২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৬
বিশ্বজিৎ তালুকদার বলেছেন: আমি কি আপনার ইমেইল আইডি পেতে পারি ? আমার আইডি হল - [email protected]
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩১
খেলাঘর বলেছেন:
Sprechen Sie deutsch?