![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপ ২০১৫ আর মাত্র ৪ দিন ১৬ ঘন্টার মত বাকি । বাংলাদেশের মতই বিশ্বকাপ জ্বরে কাঁপছে জার্মানিও।জার্মান প্রবাসে র সৌজন্যে শহরে শহরে এবং বিশ্ববিদ্যালয় গুলোতে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে চলছে ছবি উৎসব।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষ্যে ফটো-উৎসব! এর ঘোষনা দিয়েছিল জার্মান প্রবাসে টিম -http://www.germanprobashe.com/archives/3523
আয়োজনেঃ বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি (৪০,০০০+ মেম্বার্স)
https://www.facebook.com/groups/BSAAG
‘’জার্মান প্রবাসে”র আহবানে সারা দিয়ে ইতিমধ্যে বিভিন্ন ইউনিভার্সিটি ও শহগুলোতে শুরু হয়ে গেছে ছবি উৎসব, প্রচন্ড শীত আর তুষারপাতকে উপেক্ষা করে শুধু মাত্র দেশকে ভালবেসে দেশের ক্রিকেটকে ভালবেসে আমাদের প্রিয় ক্রিকেট টিমকে শুভ কামনা জানিয়েছে অনেকেই , সামনের দিনে আরো ইভেন্টের প্রস্তুতি চলছে।
গত ৭ ফেব্রুয়ারী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল'কে ইউনিভার্সিটি মাগদিবূর্গ এর পক্ষ থেকে শুভকামনা জানিয়েছেন সেখানকার বাংলাদেশীরা
একই ভাবে প্রচন্ড তুষার পাত উপেক্ষা করে Universität, Campus Vaihingen, Stuttgart এর স্টুডেন্টরা বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়েছেন । গায়ে বাংলাদেশ দলের জার্সি আর হাতে লাল সবুজ পতাকা হাতে প্রিয় দলের জন্য শুভ কামনা জানানোর কাছে হিমাঙ্কের নিচের তাপমাত্রা যেন কিছুই নয়।
এদিকে আখেনের RWTH ও সেখানকার বাংগালীরাও বসে নেই। গতকাল তাইতো সেখানে হয় গেল ফটো-উৎসব। পরীক্ষার রক্তচক্ষু আর শীতল বাতাসের জড়তা উপেক্ষা করে প্রায় ২০ জন বীর আখেনসেনানী উপস্থিত ছিলেন সেখানে ।রাতজেগে বানানো প্ল্যাকার্ড আর বিশাল লাল সবুজের পতাকা মেলে সবাই এক হয়ে দাড়িয়ে হাসিমুখে জানাচ্ছেন প্রিয় ক্রিকেট টিমকে শুভ কামনা।
এদিকে কোলন শহর ও তার আশে পাশে বসবাসরত বাঙ্গালীরাও ইতিমধ্যে ফেসবুকে Roar with Bangladesh Cricket Team from NRW,Germany নামে ইভেন্ট খুলে আগামী ১২ ফেব্রুয়ারী ১৫ বৃহস্পতিবার দুপুর ২ টায় (১৪.০০) ফটো-উৎসব আয়োজনের জোর প্রস্তুতি চালাচ্ছে। তাদের ইভেন্টের লিঙ্ক- Click This Link
প্রবাসে থেকেও দেশের জন্য শুভ কামনা দেশের/ক্রিকেটের প্রতি এভাবেই তাদের ভালবাসার প্রকাশ করছে জার্মান প্রবাসের বাঙ্গালীরা ।
জার্মান প্রবাসে সম্পর্কে আরো জানতে
******************************************
ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ উপলক্ষ্যে ফটো-উৎসব!
http://www.germanprobashe.com/archives/3523
আয়োজনেঃ
বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি (৪০,০০০+ মেম্বার্স)
https://www.facebook.com/groups/BSAAG
********************************************
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগল । ধন্যবাদ ।
হুম লেখাটা ২ বার ছিল , এডিট করে দিয়েছি। ধন্যবাদ
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩
নীল আকাশ ২০১৪ বলেছেন: জার্মানিতে নাকি ক্রিকেট খেলা নিষিদ্ধ! এটা কি সত্যি?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪১
ক্যপ্রিসিয়াস বলেছেন: কে বলেছে এমন ভুয়া কথা। একদম ভুল কথা।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪
কলাবাগান১ বলেছেন: যেমন তালেবান রা করেছিল আফগানিস্হানে @নীল আকাশ ২০১৪
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১
সোহানী বলেছেন: আহ্ বিদেশের মাটিতে লাল সবুজ পতাকা যে আনন্দের তা বোঝানো যাবে না............ আপনার ছবি কই ???
+++++++++ (আচ্ছা সবাই + দিতে এত্তো কৃপনতা করে কেন???)
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭
ক্যপ্রিসিয়াস বলেছেন: আমি আপাতত নাই, ব্ল্যাক ফরেস্ট থেকে বেরুতে পারছিনা, তাই এবার ছবি দেয়া হচ্ছে না।
ধন্যবাদ উৎসাহ দেবার জন্য। ভাল থাকবেন।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুনেছি জার্মানীতে ক্রিকেট খেলাকে হিটলার নিষিদ্ধ করেছিল-- কথাটা কি আদৌ সত্যি
ছবি দেখে এবং বর্ণনা পড়ে সত্যি ভাল লাগলো -----
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: কে বলেছে এমন কথা। জার্মানির ক্রিকেট জাতীয় দল ও আছে। আরো জানতে দেখতে পারেন Click This Link
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫
আলম দীপ্র বলেছেন: লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শুনেছি জার্মানীতে ক্রিকেট খেলাকে হিটলার নিষিদ্ধ করেছিল-- কথাটা কি আদৌ সত্যি
ছবি দেখে এবং বর্ণনা পড়ে সত্যি ভাল লাগলো -----
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২
ক্যপ্রিসিয়াস বলেছেন: জার্মানির ক্রিকেট খেলার ইতিহাস শুরু ১৮৫০ সালের দিকে। জাতীয় দল ছাড়াও ৫০ টির মত ক্লাব আছে এখানে। আরো দেখতে পারেনhttp://en.m.wikipedia.org/wiki/Cricket_in_Germany
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:২২
তুষার কাব্য বলেছেন: চমত্কার আয়োজন আনিসুল ভাই ।
...শুভেচ্ছা সবাইকে...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই, প্রবাসে থেকেও দেশের জন্য শুভ কামনা, আর দেশকে ধারন করার ছোট ছোট প্রচেস্টা মাত্র।
৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার একটি আয়োজন আনিসুল ভাই। প্রবাসে লাল সবুজের পতাকা সত্যিই অন্যরকম একটা অনুভূতি।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৮
ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ভাই..
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৪৫
জাফরুল মবীন বলেছেন: খুব ভাল লাগল
শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
*মনে হচ্ছে লেখাটা দু’বার পোস্ট হয়েছে।