![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। নববর্ষের উপহার ‘পিপীলিকা’
প্রথমবারের মতো এবারই বাংলাদেশে তৈরি হলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনটির নাম ‘পিপীলিকা’। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একদল শিক্ষার্থী ‘পিপীলিকা’ নামের এ সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে ।
পিপীলিকার প্রকল্প পরিচালক হিসেবে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল, মুখ্য গবেষক ও টিম লিডার হিসেবে কাজ করেছেন রুহুল আমিন সজীব। শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ১১ জন ডেভেলপারের দীর্ঘ এক বছরের অক্লান্ত পরিশ্রমে দেশের প্রথম এই বাংলা সার্চ ইঞ্জিনের বাস্তবায়ন সম্ভব হলো। ওরা ১১জন— মিশু, তালহা, তালহা ইবনে ইমাম, তৌহিদ, সাজ্জাদ, আসিফ, বাকের, অপু, ফরহাদ, আশিষ ও মাকসুদ।
এছাড়াও ৩০ জন শিক্ষার্থীর থিসিসের ওপর ভিত্তি করে এর প্রজেক্ট তৈরি করা হয়েছে। টানা তিন বছর এ নিয়ে গবেষণা করতে হয়েছে শিক্ষার্থীদের। টিম লিডার রুহুল আমিন সজীব শনিবার পিপীলিকা উদ্বোধনের সুখবর জানিয়ে বলেন, “রাজধানী ঢাকার হোটেল রূপসী বাংলায় সন্ধ্যা সাড়ে ৬টায় পিপীলিকার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান।” তিনি জানান, পিপীলিকা প্রজেক্টের লগো এবং ওয়েব ইন্টারফেস-এর ডিজাউন নেওয়া হয়েছে বিভাগের শিক্ষার্থী বোরহান ও চিশতির থিসিস প্রজেক্ট থেকে।
আর জিপিআইটি লিমিটেড এই প্রজেক্টের জন্য অর্থায়ন থেকে শুরু করে প্ল্যানিং, ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সেবা প্রদান করেছে। গবেষণা এবং বাস্তবায়ন হয়েছে শাবিপ্রবি কম্পিউটার সায়েন্স বিভাগে শিক্ষার্থীদের দিয়ে। বাংলাদেশে কোনো বিশ্বববিদ্যায় এবং আইটি কোম্পানির মধ্যকার সহযোগিতার মাধ্যমে তৈরি করা এটিই প্রথম প্রজেক্ট বলে উল্লেখ করেছেন তিনি। এখন থেকে থেকে পিপীলিকা সবার জন্য উন্মুক্ত। তাহলে আর দেরি নয় ঘুরে আসা যাক : http://www.pipilika.com থেকে!
পিপীলিকার ডেভলপাররা জানান, ইতোপূর্বে জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর কোনোটিতেই বাংলা ভাষার ওপর তেমন গুরুত্বারোপ করা হয়নি। তাই, পিপীলিকায় বাংলা তথ্য বিশ্লেষণ ও অনুসন্ধানের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা জানান, পিপীলিকায় বাংলা সার্চের জন্য নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানানও দেন, পিপীলিকা স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালাবে, ফলাফল দেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেবে তার কোন শব্দের বানান ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে। পিপীলিকায় তথ্য অনুসন্ধানের ৪টি ভিন্ন ধরনের সার্চ সুবিধাগুলো হলো— সংবাদ অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষ। এর সংবাদ অনুসন্ধান আবার বেশ কয়েকটি উপ-অনুসন্ধানে বিভক্ত— সাধারণ সার্চ, স্থানভিত্তিক সার্চ ও শ্রেণীভিত্তিক (ক্যাটাগরি) সার্চ। তবে স্থানভিত্তিক ও ক্যাটাগরি সার্চ প্রাথমিকভাবে শুধু বাংলার জন্য উন্মুক্ত করা হয়েছে।
২। হুমায়ূন আহমেদের ‘পিপীলিকা’
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা একটি নাটক ‘পিপীলিকা’।‘পিপীলিকা’ নাটকের নাট্যরূপ দিয়েছিলেন হুমায়ূন আহমেদ নিজেই। নাটকটির নির্মাতা যুক্তরাষ্ট্র-প্রবাসী সাইফুল ইসলাম।
‘পিপীলিকা’ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন সোহেল খান। তিনি গ্রামের চেয়ারম্যান। নানা অপকর্ম করে বেড়ানোই তাঁর কাজ। এ কারণে একটা সময় তিনি পিঁপড়ার আক্রমণের শিকার হন। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে ‘পিপীলিকা’ নাটকের গল্প এগিয়ে যায়।
এই নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ। তাঁকে দেখা যাবে হেডমাস্টারের ভূমিকায়।
প্রথম আলো ডটকমকে ফারুক আহমেদ বলেন, ‘হুমায়ূন ভাইয়ের লেখা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। “পিপীলিকা” নাটকটি দেখেও সবাই বেশ মজা পাবে বলে আমার বিশ্বাস।’ তিনি আরও বলেন, পাপ কাজ করে কেউ যে রক্ষা পায় না, সেটাই এ নাটকে দেখানো হবে।
‘পিপীলিকা’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন: প্রাণ রায়, গাজী রাকায়েত, শামীমা নাজনীন, জুয়েল রানা, পুতুল প্রমুখ।
এ ছাড়া এবারের ঈদে চ্যানেল আইতে হুমায়ূন আহমেদের চিত্রনাট্যে একটি টেলিছবি প্রচারিত হবে। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ শিরোনামের টেলিছবিটির পরিচালক রায়হান খান। সুইজারল্যান্ডে চিত্রায়িত এই টেলিছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন পূর্ণিমা, নোবেল, মাসুদ আখন্দ, রহমান খলিল, আবুল হায়াত ও সুইস মডেল জেনিন।
৩। কাজের লোক
---------------নবকৃষ্ণ ভট্টাচার্য
--------------------------------------------------------
--------------------------------------------------------
পিপীলিকা, পিপীলিকা,
দল-বল ছাড়ি একা
কোথা যাও, যাও ভাই বলি।
শীতের সঞ্চয় চাই,
খাদ্য খুঁজিতেছি তাই,
ছয় পায় পিল্ পিল্ চলি।
©somewhere in net ltd.