![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এস কে দাস ঃ বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চুয়াডাঙ্গা দামুড়হুদায় চলছে পূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমার রঙ তুলি ও অঙ্গসজ্জার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ভাস্কররা নির্ভার হলেও ব্যস্ত হয়ে পড়েছেন পূজারী ও আয়োজকরা। নির্বিঘেœ কর্মযজ্ঞে সহায়তায় তৎপর জেলা প্রশাসন। তবে বৈরী আবহাওয়া নিয়ে পূজা পরিষদ ও আয়োজকরা রয়েছেন চিন্তিত। চুয়াডাঙ্গা জেলায় এ বছর ৯৭টি মণ্ডপে বাজবে দুর্গা পূজার ঢাক । তন্মধ্যে দামুড়হুদায় ২০ টি মন্দিরে বাজবে দূর্গা পুজার ঢাক। দেবী দুর্গা এবার দোলায় আসছেন।
আনন্দপ্রদানকারী ও আলোর দিশারি অশুরবিনাশিনি দূর্গামাকে তার সন্তানাদিসহ হিমালয় থেকে পিতৃলোক মর্ত্যে বরন করে ব্যস্ত সময় পার করেছেন আয়োজকরা। শাস্ত্রমতে আজ মহাষষ্টিতে পবিত্র মন্ত্রচ্চারনে চিরাচরিত প্রথায় বাঙালী সনাতন ধর্মাবলম্বীর সার্বজনীন শ্রেষ্ঠ উৎসব শুরু হবে পুজা- অর্চনার মাধ্যমে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন । শহর ও এর আশেপাশের মন্দির গুলোতে করা হয়েছে নান্দনিক আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন তোরণ। বিশেষ করে ভক্তদের মন কাড়তে প্রতিমার পাশেই রাখা হয়েছে দৃষ্টিনন্দন লাইটিং। যার মাধ্যমে রাতে মন্দির প্রাঙ্গন বিভিন্ন রং ধারণ করবে। এদিকে প্রতি বছরের ন্যায় এবারও বিশেষ আয়োজনে প্রতিমা তৈরি করিয়েছেন পুরাতন বাজার সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির।
প্রশাসনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনে মণ্ডপগুলো থাকবে নিরাপত্তার চাঁদরে ঢাকা। আনসার সদস্য ও সাদা পোশাকধারী পুলিশের পাশাপাশি টহল পুলিশও মোতায়েন থাকবে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নিরাপত্তার দায়িত্ব পালন করবে। জেলা প্রসাশক ও পুলিশ সুপারের কার্যালয়সহ সব উপজেলা পর্যায়ে একটি কন্ট্রোলরুম খোলা থাকবে বলে প্রসাশনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে জানানো হয়েছে। এছাড়াও মণ্ডপগুলোতে বিদ্যুৎ সরবারহ নিশ্চিত, শহরের যানজট নিরসন ও প্রত্যন্ত অঞ্চলের রাস্তাঘাট মেরামত করে চলাচলের উপযোগী করা হয়েছে।
©somewhere in net ltd.