![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ ঃ ১× ১০=১০
i) সহজ পদ্ধতিতে গুণ করতে হলে, ৮৫৯৩´ ৯৯০ কে প্রথমে কী করতে হবে?
ক) ৯৯০ কে (১০০০-১) আকারে লিখতে হবে।
খ) ৮৫৯৩ কে (৮৫৯৩-১) আকারে লিখতে হবে।
গ) ৯৯০ কে (৯০০ + ৯০) আকারে প্রকাশ করতে হবে।
ঘ) ৯৯০ কে (১০০০-১০) আকারে লিখতে হবে।
ii) একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত ?
ক) ৫০ টাকা খ)৭৫ টাকা
গ) ১০০ টাকা ঘ) ১৫০ টাকা
iii) ২৪ ও ৩৬ এর গ. সা. গু. কত?
ক) ২৪ খ) ৩৬ গ) ১২ ঘ) ৬প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৩ : মডেল টেস্ট
iv) ভগ্নাংশ দুইটির ক্ষেত্রে কোনটি সঠিক?
ক) খ)
গ) ঘ) সমতুল
v) এর শতকরায় প্রকাশ কোনটি ?
ক) ৬৫% খ) ৭৫% গ) ৮৫% ঘ)৯০%
vi) কোন সালটি অধিবর্ষ নয়? ক) ১৬০০ খ) ১৯০০ গ) ২০০০ ঘ) ২৪০০
vii) ২০১১ সালের হিসেব অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত ছিল?
ক) ১২.৩৮ কোটি খ) ১৪.২৩ কোটি
গ) ১১.৩৯ কোটি ঘ) ১৩.৩৮ কোটি
viii) ১ সের সমান কত কেজি ?
ক) ০.৯৩ খ) ০.৯৪ গ) ০.৯৫ ঘ) ০.৯৬
ix) সামান্তরিকের একটি কোণ ৯০০ হলে, বাকি কোণগুলোর পরিমাপ কত?
ক) ৩০০ খ) ৬০০ গ) ৭৫০ ঘ) ৯০০
x) কোনটি সঠিক নয়?
ক) রম্বসের বিপরীত কোণগুলো সমান
খ) রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
গ) সামান্তরিকের কর্ণ চারটি
গ) চর্তুভুজের চারটি কোণের সমষ্টি ৩৬০০
২। সংক্ষেপে উত্তর দাও ঃ ১´১০=১০
ক) ৭২৫৪ ´ ৯৯৯ = কত ?
খ) ১৯ Ñ {(৬ গু ২) + ১৫} রাশির মান কত ?
গ) > এর সমার্থক প্রতীক লিখ।
ঘ) ৩ কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কর।
ঙ) মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।
চ) ‘মিলি’ শব্দের অর্থ কী ?
ছ) দুইটি কর্ণ একটি বর্গকে কয়টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে?
জ) কম্পিউটারের চারটি মূল অংশের নাম লিখ।
ঝ) রাত ১২টা ২৫ মিনিটে আন্তর্জাতিক রীতিকে কয়টা বাজে?
ঞ) যে আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান তাকে কী বলে?
৩। ৬টি চেয়ার ও ৯টি টেবিলের দাম একত্রে ৮৭০০ টাকা। ১টি চেয়ারের দাম ৪০০ টাকা।
ক) ৬টি চেয়ারের দাম কত? ২
খ) ৯টি টেবিলের দাম কত ? ২
গ) ৪৪০০ টাকায় কয়টি চেয়ার কেনা যাবে ? ২
ঘ) ৯টি টেবিলের দাম ৬টি চেয়ারের দাম অপেক্ষা কত বেশি ? ২
ঙ) ৮টি চেয়ার ও ১৫টি টেবিলের দাম একত্রে কত ? ২
৪। কোনো পরিবারে ৮ জন লোকের ২৬ দিনের খাদ্য আছে। ৫ দিন পর ১ জন লোক বাইরে চলে গেল। এখন বাড়ির লোকের বাকি খাদ্যে কতদিন চলবে? ১০
৫।পাঁচটি ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় দলের ছয়জন ব্যাটসম্যানেররানের গড় ৭৬, চারজন বোলারের রানের গড় ২১। ঐ সিরিজে ঐ খেলোয়াড়রা গড়ে কত রানকরেছিলেন? ১০
৬। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪, ৬, ১০ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৮ অবশিষ্ট থাকে ? ১০
৭। ৮ ডজন কলা ২১জন লোকের মধ্যে সমান ভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলা পাবে? ১০
৮।সাঈদ সাহেব তাঁর মাসিক বেতনের ০.১৫ অংশ আয়কর দেন। বাকি টাকার ০.৮ অংশ তিনিসংসারের কাজে খরচ করে অবশিষ্ট টাকা সঞ্চয় করেন। যদি তিনি মাসে ১০২০ টাকাসঞ্চয় করেন, তবে তাঁর মাসিক বেতন কত? ১০
৯। বার্ষিক ৫% মুনাফায় কত বছরে ৪২৫ টাকা মুনাফাসহ আসল ৫১০ টাকা হবে? ১০
১০।দুইটি ত্রিভুজাকার ক্ষেত্রের সমন্বয়ে গঠিত একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য১৬ মিটার এবং প্রস্থ ১২ মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটিত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ১০
১১। ৮৯৭৬৫ ঘন্টাকে বছর, মাস, দিন ইত্যাদিতে পরিণত কর। ১০
১২। ২৫জন শিক্ষার্থীর বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো ঃ ১০
৭৫, ৬৮,৭৪, ৬৬, ৮০, ৬৫, ৭৫, ৬৭, ৮৬, ৭৫, ৬৮, ৮২, ৮৮, ৮৪, ৭২, ৬৬, ৮৫, ৭৩, ৭৬, ৭৮, ৬৭, ৭৯, ৮৬, ৮২, ৮৪।
৫ শ্রেণি ব্যবধান নিয়ে উপাত্তগুলো বিন্যস্ত কর।
১৩। ক) একটি রম্বস আঁকো। যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার এবং একটি কোণ ৬০০। ৪
খ) চিত্রসহ সংজ্ঞা লিখ ঃ (২টি) ৩´২=৬
বর্গ, রম্বস, সামান্তরিক।
©somewhere in net ltd.