নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চামেলি সাহু

চামেলি সাহু › বিস্তারিত পোস্টঃ

কম্পিউটার বিজ্ঞান ও তার যথোপযুক্ত ব্যাবহার

১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৩৮

ভুমিকা : -
আমারা রোজকার জীবনে কম্পিউটার চালিত বস্তু দেখিনা এখন আর বলতে পারি না। এই জন্য এর সম্পর্কে সবার সম্যক ধারণা বা চাইলে পেশা হিসাবে বেছে নিতে পারেন । কিন্তু শুধু ব্যাবহার করলেও নিজেকে প্রাথমিক ধারণা ও কার্যক্রম জানতে হবে কারন অতি সত্ত্বর আমরা robotic যুগে প্রবেশ করছি যেখানে পড়াশোনা থেকে পারস্পরিক যোগাযোগ , ব্যাঙ্কিং থেকে entertainment সব যায়গাতে একে লাগবে। আর একে পেশা হিসাবে নিতে চাইলে তো এতে খুব দক্ষ হতে হবে। এখন অনেকে বলে কম্পিউটার শিখে বেকার হএ আছি কাজ নেই কিন্তু আমি পেশাগত কারনে একটি কোম্পনির সাথে যুক্ত তাই সব সময় কম্পিউটার সম্পর্কিত কাজ ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে interview নিতে হয়, তাতে দেখেছি বিষয়বস্তু পরিষ্কার ধারণা ও গভীর জ্ঞানের অভাব বা অনেক সময় তা পুস্তক নির্ভর হয়। এখনকার দিনে কেউ শিখিয়ে ছাকুরি দেবে না শিখে জেতে হবে। আর সরকারী পরিচালিত শিক্ষাক্ষেত্রের শিক্ষার মান এর মূল কারণ । তবে কিছুকিছু ক্ষেত্রে কিছু ছাত্র নিজস্ব দক্ষতা ও অনমনীয় মনভাবের কারনে প্রতিষ্ঠিত হতে পারছে , কিন্তু তা যথেষ্ট নয়। আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ব্যাবসায়িক বই এর রমরমা আর ছাত্রছাত্রীদের internet এর অপব্যাবহার । এখানে আমি industry related course ও কম্পিউটার বিজ্ঞান ও সে সম্পর্কিত বই, চাকুরী ও ব্যাবসায়িক ভবিষ্যৎ সম্পর্কে বিশদ কিন্তু ধারাবাহিক আলোচনা করবো। যদি কোন বন্ধু এর সম্পর্কে ঝোঁক থাকে অবশ্যই যোগ দিতে পারেন আর অবশ্যই comments করতে ভুল্বেন না, কারণ এটাই আমার মজুরি।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৫ সকাল ৮:৪১

চামেলি সাহু বলেছেন: ভালো লাগলে ও প্রয়োজন থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ। সুপ্রভাত।

২| ১৭ ই জুন, ২০১৫ সকাল ১০:২৭

লেখোয়াড়. বলেছেন:
লেখাটি ভাল লাগল।
আরো ভাল লেখা পোস্ট করবেন নিশ্চয়ই।

আপনার প্রথম পোস্ট, ব্লগে স্বাগতম।
শুভকামনা, ভাল থাকুন।

০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৬

চামেলি সাহু বলেছেন: সুভসন্ধ্যা , আশাকরি ভালো আছেন। আপনার মন্তব্য এগিয়ে যাবার পথে প্রেরনা যোগাবে। ভালো থাকুন। ধ্যনবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.