নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ভাষার মাস ফেব্রুয়ারিতে বাংলাকে সমৃদ্ধ করুন উইকিপিডিয়ায় লেখার মাধ্যমে

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৪


ইকিপিডিয়া হলো একটি মুক্ত বিশ্বকোষ। বিশ্বের প্রায় সব ভাষায় বিভিন্ন বিষয়ের উপর উইকিপিডিয়ায় নিবন্ধ রয়েছে। এখানে সবকিছুই লেখেন ব্যবহারকারীরা। যে কেউ ব্যবহারকারী হতে পারেন এবং এই বিশাল বিশ্বকোষে অবদান রাখতে পারেন। পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলাতেও উইকিপিডিয়া আছে। সেখানে প্রায় ৮০,৫৩৬ টি নিবন্ধ তৈরী করা হয়েছে। নিবন্ধের সংখ্যা অনুসারে ২৯৯টি উইকিপিডিয়ার মধ্যে বাংলা উইকিপিডিয়ার অবস্থান ৭২ তম।

এখন ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসেই ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন ভাষা শহিদরা। তাদের জন্যই আজ আমরা বাংলায় কথা বলি, বাংলায় লিখি। আমাদের প্রাণের এই বাংলা ভাষার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। তাই নতুন বিষয়ে আপনার সুন্দর একটি নিবন্ধই পারে ইন্টারনেটে বাংলাকে আরো সমৃদ্ধ করতে।

এক্ষেত্রে ব্লগের কথাটাও বলবো। সামহোয়্যারইন ব্লগ বাংলা ভাষার সর্বপ্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ব্লগ। ইন্টারনেটে বাংলাকে সমৃদ্ধ করতে এই ব্লগটির ভূমিকা অনস্বীকার্য। নানান বিষয়ে ব্লগাররা প্রতিদিনই লিখে যাচ্ছেন এই ব্লগটিতে। ফলে তারা খুব সহজেই নতুন কোনো বিষয়ে উইকিপিডিয়ায় লিখতে পারেন।


তাই আসুন মুক্ত এই বিশ্বকোষকে সমৃদ্ধ করতে একটি একাউন্ট খুলি।

বাংলা উইকিপিডিয়ার লিংকঃ https://bn.m.wikipedia.org


উইকিপিডিয়ায় নিবন্ধন করতেঃ উইকিপিডিয়ায় যোগ দিন

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৯

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: বাংলাদেশে কোন কিছু বেশিদিন ভালো থাকতে পারে না।নাহিদ সুলতান যতদিন এ্যাকটিভ ছিলেন ততোদিন কাজ করে আনন্দ পেয়েছি।মন চাইলে আবার সক্রিয় হবো।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো না থাকলে, ভালো করতে হবে !

আবার সক্রিয় হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুন :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২০

অনল চৌধুরী বলেছেন: উইকিপিডিয়ায় ইংরেজী বা আরো অনেক ভাষার তুলনায় বাংলায় তথ্যের সংখ্যা অনেক কম।
উইকিপিডিয়া কর্তপক্ষও ইউটিউবের মতো লেখার জন্য সন্মানী দিলে হয়তে দেশের লেখক,সাংবাদিক,গবেষক,বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ অনেকেই এব্যাপারে আগ্রহী হতেন কারণ ব্যাপারটা সময়সাপেক্ষ্য ও পরিশ্রমের।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: লেখার জন্য সম্মানী দিলে সেটা আর মুক্ত বিশ্বকোষ রইলো কিভাবে ? আসলে সবাইকে নিয়েই উইকিপিডিয়া। একজন নুব এবং এক্সপার্ট এক্ষেত্রে সমান। তবে বিভিন্ন র্যাংকিং আছে !

অবশ্য নিজ নিজ ক্ষেত্রে মহারথীরা লিখলে আরো অথেনটিক হতো। এজন্যই বোধহয় উইকিপিডিয়াকে কোনো সোর্স হিসেবে রিসার্চগুলোয় লেখা হয় না।

আসলেই বাংলায় যে দীনতা আছে সেটা কাটিয়ে উঠতে কন্ট্রিবিউশানের বিকল্প নেই !

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৩১

হাসান কালবৈশাখী বলেছেন:
উইকিপিডিয়া বাংলায় কিছু সংগবদ্ধ চক্র কৌশলে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে এডিট করে নিজস্ব মৌলবাদি মতবাদ ঢুকিয়ে দিচ্ছে

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক কিছুই হচ্ছে ! সেটা অবশ্য যে-কেউ কন্ট্রিবিউশান করার সুবিধার কারনেই।

এ কারনেও আমাদের এগিয়ে আসতে হবে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫৪

কালো যাদুকর বলেছেন: এটাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুন্দর আহবান।

কিন্তু আরেকটু ডিটেইলস লিখবেন আশা করে পড়ে যাচ্ছিলাম।
দেখলাম পাখি ফাঁকি দিয়েছে ;)

কিভাবে কাজ করবে? এপ্রুভাল সিস্টেম, সঠিক তথ্য প্রদানের দায়, সব নিয়ে আরেকটু বিস্তারিত লিখলে হয়তো অনেকে আগ্রহী হতো। ভাষার মাসে ভাষার জন্য দারুন াবদান রাখার বিষয়টি সথ্যি গুরুত্বপূর্ন।

+++

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পাখি ফাঁকি দিতে সিদ্ধহস্ত ;)

কিভাবে কাজ করবে সেটা ব্লগারদের নিজে দেখে নিতে হবে !

আসল কথা সময় ছিলো না যে লিখবো। ভবিষ্যতের জন্য সেটা তোলা থাক !

আরেকভাবে অবদানের কথা লিখবো খুব তাড়াতাড়ি , দেখি কেমন দানশীল আপনি ;)

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৮

রাজীব নুর বলেছেন: যোগ্য লোকদের এগিয়ে আসতে হবে।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৬

নিয়াজ সুমন বলেছেন: সুন্দর আহবান, সবার সম্মিলত প্রচেষ্টায় সমৃদ্ধ হোক বাংলা ।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই সুন্দর প্রস্তাবনা।
এ বিষয়ে বিজ্ঞদের
এগিয়ে আসা আবশ্যক।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর প্রস্তাব । কিন্তু বিস্তারিত না লিখায় (নিয়ম পদ্ধতি, এডিট, দায়ভার) সবার পক্ষে এখানে লিখা সম্ভব নয়।

৫ নং এর সাথে সহমত।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে সময় ছিলো না তখন...


সামনে মাথায় থাকলো :)

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩০

মনিরা সুলতানা বলেছেন: পোস্টে লাইক !

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টে লাইক !

১১| ১৯ শে মার্চ, ২০২০ বিকাল ৪:০০

ব্লগার_প্রান্ত বলেছেন: কোথায় আপনি? সুস্থ থাকুন।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপাতত দেশে :)

তুমি ভালো থাকো, সুস্থ থাকো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.