নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার বক্তব্য কোন কালেই প্রধানমন্ত্রীর লেভেলে ছিল না

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী মহিলা হচ্ছেন শেখ হাসিনা; ৩৪ বছর সবচেয়ে বড় দলের সভাপতি, ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধীদলের নেত্রী; আসলে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এ ধরণের কোন উদাহরণ নেই; এমন কি সময়ের দিক থেকে উনার বাবা উনার কাছে রাজনীতির ছাত্র মাত্র। আওয়ামী লীগের নেতারা উনার ভয়ে 'আপা' ছেড়ে দিয়ে 'নেত্রী' সম্বোধন করেন; এদিকটা উনাকে বাংলাদেশের পাখী-মারা জেনারেলদের থেকেও শক্ত পজিশনে নিয়ে গেছে।



উনার একটা বড় অবদান হলো, ৪ আওয়ামী লীগ থেকে ১ আওয়ামী লীগ গঠন; বাবার হত্যাকারীদের হাড্ডি বাক্সে পুরন; ১৯৭১ সালের রাজাকার মাস্টার-মাইন্ডদের শুন্যে ঝুলার সুযোগ করে দেয়া; এবং মৌলবাদের ল্যাজে আগুন দেয়া। উনার বিড়ালের মতো অনেক প্রাণ: বোমা, গ্রেনেড, বুলেটকে ফাঁকী দিয়েছেন সহজে।



উনার যে গুণটা মানুষকে সহজে বিরক্ত করে সেটা হলো বিরতিহীনভাবে কথা বলা; উনি এত বেশী কথা বলেন যে, কোনটা দরকারী, আর কোনটা বেদরকারী তা বুঝা বেশ কঠিন। আরেকটা দিক আরো কঠিন, সেটা হলো, কোন সময়ে উনি কোন পদ থেকে কথা বলছেন, কোন কথাটা প্রাইম মিনিস্টারের, কোনটা আওয়ামী লীগের সভাপতির, কোনটা প্রতিরক্ষা মন্ত্রীর, বুঝা কঠিন।

উনার কথার প্রতিবাদ করার মতো লোক আওয়ামী লীগে নেই, প্রশাসনে কেহ নেই, মিডিয়ায়ও কেহ নেই, এটাও একটা বড় সমস্যা; উনি নিজকে ঠিক করার সুযোগও পাননি, দরকারও মনে করেননি।



পার্লামেন্টে উনার বক্তব্যটা সব সময় খালেদা জিয়াকে উৎসর্গ করা থাকে; সেদিক থেকে খালেদা জিয়া সৌভাগ্যবান।



উনার কথাই আইন, যা বলেন তাই ঘটে; সেজন্য হয়তো উনি বলতে ভালোসেন; মুশকিল হলো, কিসের মাঝে কি বলেন, তার ঠিকানা নেই।



উনি সঠিক পজিশন থেকে, ভেবে কথা বলা উচিত; কারণ, সংকটের সময় মানুষ সরকার প্রধানের কথার উপর নির্ভর করেন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৯

নোমান বিল্লাহ বলেছেন: বাস্তব কথা । যেন আমার ভাবনাগুলো আপনার লেখায় প্রকাশ পেয়েছে ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে একমতের ২ জন আছি আমরা কমপক্ষে, আপনি ও আমি (২ বাংগালী নাকি একমত হতে পারে না?)।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩৬

রামন বলেছেন:
বাংলাদেশের ৮০ শতাংশ জনগনের কথা ভাবলে প্রধান মন্ত্রী হিসেবে শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে। তবে সুশীলদের কাছে শেখ হাসিনার বক্তব্য কখনই মধুর ছিল না৷

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

চাঁদগাজী বলেছেন:



সুশীল শব্দটি বাংলাদেশে ভুলভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে টক'শোগুলোতে।

সুশীল হচ্ছে আমাদের শিক্ষকেরা, বাকীরা বাটপাড়।

শেখ হাসিনা অবশ্যই ৮০% ভাগের মাঝে আছেন।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

ডিজ৪০৩ বলেছেন: সত্য কথা তো ,তাই তিতা লাগে। সে তো আর অন্য নেত্রীর মত মিথ্যা বলতে পারেন না। সে যদি শুধু নিজের কথা ভাবত তাহলে মিঠা কথা বলতে পারতেন।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনাকে অবশ্য ভেবে কথা বলতে হয় না; উনি যা বলেন, তাই আইন হয়ে যায়। ভেবে বললে উনি নিজেই অসুবিধায় পড়তেন, ভাবতে হতো, এটা একটা সমস্যা!

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

স্পাইক্র্যাফট বলেছেন: ঠিক বলেছেন, প্রধানমন্ত্রী নিজের প্রধানমন্ত্রীত্ব পদ থেকে কিছু বলতে পারেন না। ব্যাক্তিগতভাবে একটা কথা চিন্তা করেন, এই শেখ হাসিনাই কিন্তু এক রাতের ভেতর নিজের সমস্ত পরিবারের লোকদের হারিয়েছেন। আর বর্তমানে তাকে এমন একজনের বিপক্ষে রাজনীতি করতে হচ্ছে, যার ফ্যামিলি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই হত্যাকান্ডের সাথে জড়িত।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে হত্যা করেছে পশ্চিম, শুধুমাত্র বাংলাদেশকে ক্যাপিটেলিজমে রাখার জন্য।

জেনারেল জিয়া নিহত হয়েছেন উনার নিজের লোকদের হাতে; যারা মনে করেছেন যে, জিয়া দেশকে বেঠিক পথে নিয়ে গেছে; আমরা পাকী মিলিটারী শাসন থেকে মুক্তির জন্য যুদ্ধ করেছিলাম, তারপর আর আরেক মিলিটারী কেহ চায়নি।

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৮

স্পাইক্র্যাফট বলেছেন: “শেখ সাহেব” সম্বোধনটা শোনতে কেমন জানি লাগে!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:


এটাই সুন্দর, উনার নামটা সুন্দর। বংগবন্ধু একটা টাইটেল মাত্র।

টাইটেল দিলে পুরো নাম দিতে হয়, বা লাস্ট নেম দিত হয়; তখন হবে: বংগবন্ধু রহমান, বা এই জাতীয় কিছু।

টাইটেল আছে, ভালো কথা; নাম ধরে ডাকা হলো সন্মান করা।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

স্পাইক্র্যাফট বলেছেন: হয়তো, কিন্তু সবসময় বঙ্গবন্ধু শুনতে অভ্যস্ত তো, তাই একটু অন্যরকম লাগে। :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৫

চাঁদগাজী বলেছেন:

আমাদের দেশের মানুষ, মিস্টারের ( Mr.) সাথে ফার্স্ট নেইম (First name ) ব্যবহার করেন, সেটা ভুল।

আমাদের মানুষ ড: এর সাথে সাথে ফার্স্ট নেইম (First name ) ব্যবহার করে সেটা ভুল।

টাইটেলের সাথে লাস্ট নেইম (Last name ) ব্যবহার করতে হয়।

বিদেশে বড় নেতাকে নাম ধরে ডাকেন সবাই, সেটা শুদ্ধ; সেখানেই সন্মান।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

প্রবাসী পাঠক বলেছেন: ভালো লিখেছেন। তবে এখানে কিছু এড করতে ভয় পাচ্ছি, ট্যাগ খেয়ে যেতে পারি।


আপনি আর খেলাঘর আইডি কি এক নাকি? লেখার টোন টা পরিচিত মনে হচ্ছে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


ভয়ে অনেকে অনেক আজগুবি কাজ করে বসেন।

খেলাঘরের সাথে মিল থাকা সম্ভব; আসলে অনেক ব্লগারের সাথেই মিল থাকা সম্ভব।

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

স্পাইক্র্যাফট বলেছেন: লাস্ট কয়েকবছর ধরে বিভিন্ন চ্যানেলে বঙ্গবন্ধুকে নিয়ে বিদেশী সাংবাদিকদের তৈরি বেশ কিছু ডকুমেন্টারি ফিল্ম প্রায় প্রচারিত হয়, সেখানেও কিন্তু শেখ মুজিবকে বঙ্গবন্ধুই বলা হয়।

যায় হোক, শেখ সাহেব নিয়ে আমি কোন আপত্তি তুলি নাই, জাস্ট বলেছি যে শুনতে একটু কেমন লাগে। তবে বর্তমানে বিএনপির রাজনীতিবীদেরা আরেকটু সুন্দর করে বলে, “মরহুম শেখ মুজিব!” :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


যারা বাংলাদেশ থেকে পাকিস্তানকে বেশী পছন্দ করতো, তারা সবাই সহজে বিএনপি'তে চলে গেছে; ওরা শেখ সাহেব থেকে আইয়ুব খানকে বেশী ভালোবাসতো

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫

প্রবাসী পাঠক বলেছেন: আমাদের দেশের রাজনৈতিক আর সামাজিক সংস্কৃতি উল্টা পায়ে হাটে সব সময়। রাষ্ট্রের প্রধান নির্বাহী যখন কোন কথা বলেন সেটা মনগড়া কথা হতে পারে না। বাংলাদেশের সকল প্রধানমন্ত্রী একই ধরনের কথার বুলি আউরিয়ে গেছেন। যেহেতু এখানে শেখ হাসিনার কথা বলেছেন তাই সমালোচনা তারই করছি। শেখ হাসিনা যখন দলীয় ফোরামে কোন কথা বলেন সেটা নিয়ে আমার মাথাব্যাথা নেই। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন উনি বলেন তখন সেই কথাগুলো আর শেখ হাসিনার একক কথা থাকে না, সেটা প্রধান নির্বাহীর কথা। রাষ্ট্রের প্রধান নির্বাহী হয়ে যখন তিনি রাজনৈতিক বিরুধিদের বিরুদ্ধে অভিযোগ করেন কিন্তু তা নিয়ে কোন আইনি পদক্ষেপ নেন না, তখন কি সংবিধান লংঘন হয় না?

আর সংসদ তো অলরেডি দায় মুক্তি পেয়েই আছে। সেখানে মন খুলে যা ইচ্ছা তা বলা যায়। কিন্তু হওয়া উচিত ছিল, সংসদে দেয়া প্রতিটি শব্দ আইন সম্মত।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০১

চাঁদগাজী বলেছেন:

বাংলাদেশের প্রা্য মানুষ করেন যে, এমপি হওয়া মানে একটা সন্মানী পোস্ট; উনারা যে, আইন প্রনয়নকারী সেটা পলিটিক্যাল সায়েন্সার প্রফেসরও বলেন না।

শেখ হাসিনা সাধারণত: মহর্তের মাঝে কথার উত্তর দেন, বা কমেন্ট করেন; ফলে, বেশীর ভাগ ক্ষেত্রে উনার উনার কথার সাথে পরিস্হিতির মিল নেই।

খালেদা জিয়ার ব্যাপারে উনি যা বলেন ও আসলে করেন, দুটোর মাঝে মিল নেই।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: হুম, মন্দ বলেন নাই। তবে উনি যদি সাহিত্য চর্চা করেন, রাজনৈতিক প্রবন্ধ লেখেন, পত্রিকায় প্রতিদিন কলাম লেখেন, তাহলে প্রচুর কথা বলার চাপ থেকে মুক্ত হয়ে সঠিক বাক্য নির্বাচনের জন্য খানিকটা সময় পাবেন। (লেখালেখি অবশ্যই তিনি নিজে করতে হবে। চামচাদের লেখা নিজের নামে চালানো নয়।) :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমি মানসাংকের পাঠক।

পত্রিকায় লম্বা লেখার মত উনার ধৈয্য আছে কিনা সন্দেহ, উনি চন্চল; ব্লগে হয়তো লিখতে পারতেন; তা'হলে সহজেই অনেক কিছু বুঝতে পারতেন, সন্দেহ নেই!

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪

আরণ্যক রাখাল বলেছেন: ব্লগে আসলে তার চাপে আসল ব্লোগার হারিয়ে যেত! যাই হোক শেখ হাসিনার কথা আমার ভালোই লাগে, যা বলেন মন থেকে বলেন| তার কোন স্কৃপ্ট লাগে না| এটাই উচিৎ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে এলে আোনেক কিছু জানতেন।
স্ক্রীপ্ট ব্যতিত বলায় বাহাদুরি আছে, সত্য; কিন্ত তাতে আোনেক ভুল হয়ে যায়; অনেক দরকারী কথা সঠিকভাবে বের হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.